Mehar Ali r Golpo. A poem by Manas Paul. Recitation Suman Bhattacharya.
Автор: ARKA_DYUTI@
Загружено: 2023-11-11
Просмотров: 348
Описание:
আমাদের এই শহর আগরতলা। রাজ্যের রাজধানী, আকর্ষণের কেন্দ্রবিন্দু, স্বভাবতই মফঃস্বল শহর থেকে পড়াশোনা থেকে শুরু করে চাকরি বাকরি ব্যবসা সবেতেই আগরতলা অভিমুখী আমরা, স্থান সঙ্কুলান আর হয় না, ধিরে ধিরে ফ্লাট বা আ্যপার্টমেন্টের উপস্থিতি, শহর আগরতলার সেই চিরপরিচিত অন্তরঙ্গ বাড়িগুলো ক্রমশঃ উধাও হয়ে সেখানে মাথা তুলছে বিরাট বিশাল ইমারত, আর সেখানে দশ বাই দশ কুঠুরিতে আমরা খুঁজে নিচ্ছি আমাদের লাল নীল সংসার। কিন্তু এই প্রতিটি ইমারতের নীচে চাপা পরে যায় ইতিহাস। যে ইতিহাস বহু আশা আর ভালবাসার, নিদারুন ত্যাগ তিতিক্ষা আর স্বপ্নের। দশঘর এক উঠোনের সেই স্বপ্ন এখন এক অন্তঃসারশূন্য অসাড় অবাস্তব ভাবনা ছাড়া আর কিছুই না।
ভাবছিলাম বেশ কদিন ধরেই, হঠাৎ মানসদা লিখলেন এমন লিখলেন যে মনে হল আমার কথাই বলে দিলেন। দিলেন যখন তখন লুফে নিতে সমস্যা তো নেই, নিলাম আর কবির সম্মতিক্রমে এক দু:সাহস করলাম। শুনে দেখুন দেখবেন আপনার আশেপাশের কথা ভেসে উঠবে।
(হেড ফোন ব্যবহার করলে শোনা যাবে ভালো) from Suman Bhattacharya
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: