কামাখ্যাগুড়িতে বিপুল পরিমাণ ড্রাগস উদ্ধার!
Автор: Satyam live Bangla
Загружено: 2025-03-04
Просмотров: 2
Описание:
আলিপুরদুয়ার: বিপুল পরিমাণ ড্রাগস উদ্ধার! কামাখ্যাগুড়িতে গ্রেফতার করা হল এক যুবক। স্কুটিতে করে ড্রাগস বিক্রির সময় গোপন সুত্রের খবরের ভিত্তিতে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি প্রদীপ মণ্ডল নেতৃত্বে গ্রেপ্তার করা হল এক যুবককে উদ্ধার হল ড্রাগস। ধৃত যুবকের বাড়ি শামুকতলা এলাকায় আলিপুরদুয়ার জেলায় একের পর এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করছে পুলিশ। কামাখ্যাগুড়ি শান্তিনগর এলাকা থেকে এক যুবকে গ্রেফতার করা হয় ধৃত যুবকের থেকে ৮-৯ গ্রাম ড্রাগস উদ্ধার হয়। উল্লেখ্য আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি এলাকার একাধিক যুবক এই মারণ নেশায় আশক্ত। পুলিশের তরফে একাধিক জায়গায় অভিযান চালানো হলেও হাতেনাতে গ্রেফতার করা যায়নি মঙ্গলবার এক মাদক বিক্রেতাকে গোপন খবরে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুত্রে জানাগিয়েছে, ধৃত যুবকের বিরুদ্ধে এন-ডি-পি-এস মামলা রুজু করা হয়েছে ধৃতকে বুধবার আদালতে তোলা হবে।
বাইটঃ আইসি, কুমারগ্রাম সৌমিক চ্যাটাজী। #sunflowerdrug #drugsconnection #drugpeddlers #jalpaiguri #siliguri #ytviral #feedshorts
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: