কাঠের ব্রিজ নবাবগঞ্জ দিনাজপুর | আশুরার বিল দিনাজপুর | নবাবগঞ্জ জাতীয় উদ্যান
Автор: Village Rider
Загружено: 2024-06-09
Просмотров: 793
Описание:
কাঠের ব্রিজ নবাবগঞ্জ দিনাজপুর | আশুরার বিল দিনাজপুর | নবাবগঞ্জ জাতীয় উদ্যান এবং কাঠের সেতু দিনাজপুর
আজকের ভিডিওতে আমরা নবাবগঞ্জ জাতীয় উদ্যান, আশুরার বিল এবং বিলের উপর নির্মিত কাঠের সেতু সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব এবং সাথে একটি তথ্যমূলক ভ্রমণ গাইডলাইন উপস্থাপন করব যা আপনার ভ্রমণ কি করবে আরো সুন্দর এবং স্বাচ্ছন্দময়।
নবাবগঞ্জ জাতীয় উদ্যান বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান।২০১০ সালের ২৪ অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়। ৫১৭.৬১ হেক্টর বা ১২৭৮.৪৯ একর জমি নিয়ে এই জাতীয় উদ্যানটি গঠিত। এই বনে শাল ছাড়াও সেগুন, গামার, কড়ই, বেত, বাঁশ, জামসহ প্রায় ২০ থেকে ৩০ প্রজাতির গাছগাছড়া রয়েছে। প্রানীদের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের পাখি এবং ভয়ানক প্রানীর মধ্যে রয়েছে শিয়াল যা সন্ধ্যার পর ছাড়া দেখা যায় না। এই উদ্যানেই রয়েছে বাল্মিকী মনির থান এবং ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন সীতাকোট বিহার।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: