তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক এর ফোন কেড়ে নেওয়ার চেষ্টা,টিসিবি এর পণ্য সঠিক ভাবে বিতরণ হচ্ছে না।
Автор: Sotter joyo gaan সত্যের জয় গান
Загружено: 2025-03-06
Просмотров: 19
Описание:
সাধারণ জনগণ এর অভিযোগ, রাজশাহী নগরীতে ট্রাকে করে দেয়া টিসিবি এর পণ্য সাধারণ জনগণ পাচ্ছে না, লাইন আগে থেকেই ধরে নিচ্ছে কিছু সংখ্যক লোভী কুচক্র মহল, প্রতি নিহত প্রায় সময় পাঁচ বার ছয় বার করে, টিসিবীর পণ্য উত্তোলন করছে, এবং তারাই বারবার ট্রাকের সামনের লাইনে দাঁড়িয়ে থেকে নিচ্ছে, এবং অনেক মধ্যবিত্ত ও নিম্ন শ্রেণীর পরিবার গুলো বঞ্চিত হচ্ছে, এমনটা অভিযোগ আছে আমাদের কাছে এবং তাদের এই বিষয়ে বলতে গেলে গায়ে হাত তুলে মারার মতন অপরাধে জড়িয়ে যাচ্ছে এমনটাই বললেন কয়েকজন ভুক্তভোগী নারী, এবং আমাদের কাছে এমন অভিযোগ দেন ভুক্তভোগী কিছু সাধারন জনগন,এবং এমন দুঃখজনক ঘটনার সঠিক তথ্য প্রমাণ সংগ্রহ করতে গেলে,ডিলারের ট্রাকে থাকা, দিনমজুর ভাইদের জিজ্ঞাসাবাদ করা হয়, এবং তারা এই অভিযোগ গুলো পুরোপুরি অস্বীকার করেন,এবং ডিলারের অফিস ফোন নাম্বার চাইলে তারা বলেন তাদের কাছে কোন নাম্বার নেই।
এবং কিছুক্ষণ পরেই দেখা যায় আরো তিনজনকে,
ঠিক পণ্যবাহী ট্রাকের সামনে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনারা কি এই ট্রাক বা ডিলারের কেউ, তার প্রতি উত্তরে তারা বলেন আপনাকে কেন কৈফত দিতে যাব ,ডিলারের নাম্বার নিয়ে আপনার কি হবে যা বলার আমাদের বলেন, তখন আমরা বলি আপনাদের ডিলারকে আমরা সাধারণ কিছু মানুষের উঠে আসা অভিযোগ জানাবো, এবং সাথে সাথে আমরা তাদের সাথে অন ক্যামেরায় কথা বলতে চাইলে তারা বারবার হাত থেকে ক্যামেরা ফেলে দেন এবং গায়ে হাত তুলতে আসেন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন এবং হুমকি ধামকি দিতে থাকেন, তারা বলেন আমরা অনেক ক্ষমতাবান চাইলে আমরা অনেক কিছু করতে পারি এবং তুই যা পারবি
করেনে,আমাদের যা পারবি ছিড়ে নে।আপনারাই বলেন গণমাধ্যমে স্বাধীনতা কোথায়, গণমাধ্যম কর্মী ভাই ও বোনেদের সাথে এমন আচরণ করা
কি ঠিক হয়েছে,না এটি একটি জঘন্য অপরাধ? অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি,এবং সুশীল নাগরিক ও সামাজিক ও রাজনৈতিক মহলের
দৃষ্টি আকর্ষণ করছি এরা এত ক্ষমতা কোথা
থেকে পেল এরা, এরা কারা,এদের দ্রুত আইনের আওতায় এনে সঠিক তদন্ত করা হোক।
এবং মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সকল সাধারণ জনগণের মাঝে এই টিসিবির পণ্য সঠিকভাবে বিতরণ করা হোক।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: