বাংলাদেশে কোকোয়া চাষ করে লাখপতি। চকলেটের কাঁচামাল এখন আপনার হাতেই। Cocoa farming success BD
Автор: Rally Star
Загружено: 2025-03-20
Просмотров: 348
Описание:
বাংলাদেশে কোকোয়া চাষ করে লাখপতি। চকলেটের কাঁচামাল এখন আপনার হাতেই। Cocoa farming success BD
কোকোয়া ফল মূলত চকলেট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। সচরাচর এই ফল বাংলাদেশের উৎপাদন না হলেও দেশের প্রচুর চাহিদা রয়েছে। দেশের চকলেট ফ্যাক্টরিতে চকলেট তৈরির জন্য প্রতিবছর প্রায় ২৫ হাজার কোটি টাকার কোকোয়া পাউডার বিদেশ থেকে আমদানি করতে হয়।
কৃষি বিজ্ঞানীদের মতে,, এই কোকোয়া ফল বাংলাদেশের মাটিতে চাষযোগ্য। পরীক্ষার স্বরূপ ২০১৪ সালে সাভার হারটিকালচার সেন্টারের দুটি গাছ লাগানো হয়েছিল। এবং সেখানে ভালো ফলাফল পাওয়া গেছে। এরপর দেশের বিভিন্ন জায়গায় বর্তমানে একটু একটু করে এই চাষ করা হচ্ছে।
যেহেতু বাংলাদেশের মাটি এই ফল চাষের জন্য উপযুক্ত তাই আপনি চাইলেই এই চাষ করতে পারেন।
পুরো ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশেষ কোনো প্রয়োজনে কিংবা যে কোন কারনে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিম্নোক্ত whatsapp নাম্বারে যোগাযোগ করতে পারেন।
Our Whatsapp: 01617103861
#rallystar
#cocoa
#Cocoafruets
#chocolate
#coco
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: