বাড়িতে থাকলে স্ত্রীর কথায় যেসব কাজ করেন শাহরুখ খান | Shah Rukh Khan | Bijoy Entertainment
Автор: Bijoy Entertainment
Загружено: 2025-05-03
Просмотров: 1190
Описание:
#ShahRukhKhan #শাহরুখ_খান
সিনেমার পর্দায় কখনও নায়িকাদের সঙ্গে রোম্যান্স করছেন, আবার কখনও ভিলেনের সঙ্গে লড়ছেন। কিন্তু বাস্তব জীবনে যে তিনি বেশ শান্ত একজন মানুষ তা বলাই বাহুল্য। বলছিলাম বলিউড বাদশাহ শাহরুখ খানের কথা।
শাহরুখ খান, শুটিং থেকে প্রযোজনা সব কিছু সামাল দিয়ে খুব অল্প সময় অবসর পান। তবে যখন কাজের ফাঁকে ছুটি পান, তখন বলিউড বাদশা বাড়িতে কী করেন জানেন? এ সুপারস্টারের দাবি, বউ গৌরীর কথা মতই তখন নাকি বাড়ির ছোট ছোট কাজ সামলে নেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে নানা কথা বলেন শাহরুখ খান। সেখানে করণ জোহর তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। এক পর্যায় করণ তাকে জিজ্ঞাসা করেন, শাহরুখ খান যখন সম্পূর্ণ অবসরে থাকেন, তখন তিনি কী করেন?
এমন প্রশ্নের উত্তরে শাহরুখ খান বলেন, তুমি তো এটা জানো, যারা কিছুই করে না, তারাই আশ্চর্য কিছু করে। তাই আমি কিছু করি না। তারপর তিনি আরও বলেন, ধরুন আমার স্ত্রী আমাকে বললেন ওই ঘরটা পরিষ্কার নেই, আমি তখন এই ঘরটা পরিষ্কার করে নেই। যদি আমার ছেলে বলে তুমি আমার আইপ্যাড একটু আপডেট করো, তাহলে আমি তাই করি। আমি খুব ছোটখাটো কাজ করি। অথবা আমি কিছুই করি না।
সবশেষ শাহরুখ খান জানান, তিনি খুব বেশি কাজ করা, খুব বেশি চিন্তা করা, খুব বেশি কিছু করা এড়িয়ে চলেন। তিনি বলেন, কিন্তু আমি আমার বন্ধুদের খুশি রাখি, বাচ্চাদের সঙ্গে খেলা করি। কিন্তু এই সব ছাড়া আমার মনে হয় না আমি আর কিছু করি। আমি নিজের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি।
copyright © BIJOY ENTERTAINMENT Production-2025
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: