৯০ দশকের শৈশব !! প্রকৃতির কোলে বেড়ে উঠা সর্বশেষ প্রজন্ম !!
Автор: Bioscope Entertainment
Загружено: 2021-06-27
Просмотров: 55698
Описание:
নব্বই দশকের প্রজন্ম নিয়ে অনেক কথা অনেক গল্প এখনও চায়ের আড্ডায় প্রজন্ম প্রতিনিধিদের স্মৃতিকাতর করে তোলে। তবে নব্বই দশকের প্রজন্মকে সংজ্ঞায়িত করার সুনির্দিষ্ট কোন রেখা মনে হয় কোন আলোচনায় নেই। নব্বই দশকের প্রজন্ম বলতে আমরা কাকে বুঝি? নব্বইয়ের দশকের জন্ম নেয়া না আশির দশকে জন্ম এবং নব্বইয়ের দশকে বেড়ে ওঠা? তবে মোটামুটিভাবে বলা যায় বর্তমান সময়ে যাদের বয়স ৩০ পেরিয়েছে তারা কোন না কোন ভাবে নব্বইয়ের সাথে সম্পৃক্ত। এটা আসলে কোন প্রজন্ম যুদ্ধ নয়। এটা শব্দ আর বাক্যের আদলে নিজের ফেলে আসা দিনের ছবি আঁকা! ৯০ দশকের প্রজন্ম হিসেবে নিজেদের ভাগ্যবান মনে করার মূল প্রেক্ষাপট তুলে ধরার প্রয়াসে আজকের এই ভিডিও।
২ ৯০ দশকের বিনোদন
এই দশকের প্রজন্মের কাছে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ছিলো নিজেদের মধ্যে দল বেঁধে উম্মাদনা আর দুরন্তপনা।
তবে এই প্রজন্মের জন্য বিনোদনের সবচেয়ে স্মতির দিনের নাম শুক্রবার! বিকেল তিনটার সেই বাংলা ছায়াছবির জন্যে অধির অপেক্ষা। এছাড়াও রাতের আলিফ-লায়লা, দ্যা নিউ এডভেঞ্চার অব সিন্দাবাদ, রবিনহুড, ম্যাকগাইবার, সুপারম্যান, ব্যাটম্যান ইত্যাদি । কোন আধুনিকতা ছিলনা কিন্তু সবচেয়ে প্রিয় ছিলো নব্বই দশকই।নব্বই দশকে "সেরাম" " প্যারা " বি এফ " " ব্রেক আপ " "ক্রাশ খাওয়া" এসব শব্দ ব্যাবহার হতো না, তবু্ও হৃদয়ের কথা সুন্দর করে বলা হতো।
৩. ৯০ দশকের খেলাধুলা
আর্থিক সীমাবদ্ধতার কারনে ক্রিকেট ফুটবল কমই খেলা হতো, তবে লাটিম, দাঁড়াকটি (ডাংগুলি), বাঘবন্দি, সাতচাড়ারখেলা, কুতকুত, কিংবা দল বেঁধে ঘুড়ি উড়ানো।
এই দশকের সিনেমার প্রতি মানুষের টান, বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের সোনালী সময় এর প্রজন্মের সময়ে। আইয়ুব বাচ্চু, জেমস, হাসান, মাকসুদ, পার্থ, মাইলস এরা সবাই এই প্রজন্মের কাছে এক একটা উপমা।
⚠ এই চ্যানেলের কোন ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন অনলাইন মাধ্যমে আপলোড করবেন না।
⚠ DO NOT DOWNLOAD & RE-UPLOAD THIS VIDEO IN ANY OTHER ONLINE PLATFORM
✔✔✔ এই ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করুন।
☢☢☢ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। ☢☢☢
#Childhood #90s
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: