বদরের প্রান্তরে 28 March 2024, Zakir_Taravel_Agency 01982945904
Автор: zakir visa counselor
Загружено: 2024-05-28
Просмотров: 147
Описание:
১৭ ই রমজান মুসলমানদের জন্য ঐতিহাসিক এক দিন,(বদর দিবস)
কাফেরদের বিরুদ্ধে ইসলামের প্রথম বিজয়।
আলহামদুলিল্লাহ 🔴ঐতিহাসিক বদর দিবস আজ। চলুন একনজরে জেনে নেই বদরের ইতিহাস।
◼️ যুদ্ধের নাম: غزوة بدر বা বদরের যুদ্ধ।
◼️তারিখ: ১৭ই রমাদ্বান, ২য় হিজরি। ১৭ই মার্চ, ৬২৪ খ্রিষ্টাব্দ।
◼️স্থান: মদিনা থেকে ৮০ মেইল দূরে বদর প্রান্তর।
◼️বিবাদমান পক্ষ: মদিনার মুসলিম বনাম মক্কার কুরাইশ কাফির।
◼️ মুসলিম সৈন্যসংখ্যা: ৩১৩ জন পদাতিক (২টি ঘোড়া, ৭০টি উট)
◼️ কাফির সৈন্যসংখ্যা: ১০০০ জন পদাতিক, (১০০টি ঘোড়া, ৭০০টি উট)
◼️ মুসলিম সেনাপতি: মুহাম্মদ ﷺ
◼️ কাফির সেনাপতি: আবু জাহল
◼️ বিজিত পক্ষ: মুসলিম বাহিনী
◼️ হতাহত ও ক্ষয় ক্ষতি: মুসলিম (১৪ জন শহীদ), কাফির (৭০ জন নিহত, ৭০ জন বন্দী)
এই ছিল একনজরে বদরের ইতিহাস। আল্লাহ তা'আলার সরাসরি নুসরতে (সাহায্যে) মুসলমান বাহিনী এ যুদ্ধে জয়ী হয়।
সেদিন বদরের প্রান্তরে ঈমান ও ন্যায়ের পক্ষে এবং কুফর ও অন্যায়ের বিপক্ষে এক বিরল ইতিহাস রচিত হয় যা যুগ যুগ পর্যন্ত এক আল্লাহতে বিশ্বাসী মুসলমানদের জন্য প্রেরণার উৎস হয়ে আছে। মুসলমানরা বিশ্বাস করেন জয়-পরাজয় আল্লাহর হাতে। সম্মান ও অপমান একমাত্র আল্লাহর হাতে।
বদরের যুদ্ধ শুরুর আগে আল্লাহর নবী (সা.) দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি যদি চান দুনিয়াতে আজকের পর আপনার ইবাদত করার কেউ না থাকুক, তাহলে এই ক্ষুদ্র দলটিকে নিশ্চিহ্ন করে দিন...। এতটুকু বলতেই আবু বকর রা: নবীজি (স:) কে থামালেন।মহান আল্লাহ তায়ালা রাসূলে কারীম (সা.) এর দোয়া কবুল করেছিলেন। মুসলিমদের বিজয়ী করে কুরাইশদের অহমিকা ও দম্ভ ধ্বংস করে দিয়েছিলেন।
মহানবী (সা.) মদিনায় হিজরত করে যাওয়ার দ্বিতীয় বছরে যুদ্ধের অনুমতি নিয়ে হজরত জিবরাইল (আ.) কুরআন মজিদের কয়েকটি আয়াত নিয়ে আসেন-‘যাদের বিরুদ্ধে যুদ্ধ চালানো হচ্ছে, তাদেরকে (যুদ্ধের) অনুমতি দেওয়া হলো এ জন্য যে, তারা নির্যাতিত হয়েছে।
আর আল্লাহ তাদের সাহায্য করতে সক্ষম। তাদেরকে নিজেদের বাড়িঘর থেকে বিতাড়িত করা হয়েছিল অন্যায়ভাবে শুধু এ কারণে, তারা বলে আমাদের প্রভু আল্লাহ।’ (সূরা হজ ৩৭)। অবিশ্বাসীদের প্রতিরোধ করার অনুমতি লাভের পর আল্লাহর নবি (সা.) বদর যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন।
বদরের প্রান্তরে ইসলাম বিজয়ের সূচনা হয়েছিল। তাই প্রতি বছর সতেরোই রমজান এলেই বিশ্ব মুসলিম শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে বদরের বিজয়কে স্মরণ করেন।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: