Sapphire Stone (রাশি রত্ন পাথর নীলা পোখরাজ) Nila Pokhraz Pathor
Автор: Rashi Ratno রাশিরত্ন
Загружено: 2015-07-01
Просмотров: 3468
Описание:
To know more about Blue Sapphire Stone / Indra Neela Stone (ইন্দ্র নীলা স্টোন) Please Visit: http://www.rashiratno.com/product-cat...
WWW.RASHIRATNO.COM
Call: +8801971577343
“Rashi Ratno (রাশি রত্ন)” এর কাছ থেকে একটি রত্ন পাথর ক্রয়ের পূর্বে অবশ্যই আমাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া প্রয়োজন। ১৯৭৯ সালে যাত্রা শুরু হয় “খান স্টোন এন্ড পার্লস” এর, যা কিনা দীর্ঘ ৩৫ বছর যাবত রত্ন পাথরের পাইকারি ব্যবসায়ের সাথে জড়িত। “Rashi Ratno(রাশি রত্ন)” ২০১২ সালে প্রতিষ্ঠিত “খান স্টোন এন্ড পার্লস” এর দ্বিতীয় প্রজন্মের অঙ্গ প্রতিষ্ঠান।
বাংলাদেশে এক মাত্র আমরাই শুধু মাত্র সর্বশেষ বিজ্ঞানভিত্তিক সঠিক তথ্য সংগ্রহ এবং ক্লায়েন্টদের কাছে তা সরবরাহর লক্ষ্যে GIA (Gemological Institute of America) এর রেজিস্টার্ড শিক্ষানবিস সদস্য হতে পেরেছি। আমরা বিশ্বাস করি সঠিক তথ্য জানার পরে রত্ন পাথর কেনার সিদ্ধান্ত নেবার দায়িত্ব সম্মানিত ক্লায়েন্টদের। ব্র্যান্ড হিসেবে Rashi Ratno (রাশিরত্ন) এর বৈশিষ্ট্য সমূহঃ
দক্ষিন এশিয়ার মধ্যে একমাত্র “Rashi Ratno (রাশিরত্ন)” তার ওয়েব পেজে প্রতিটা নির্দিষ্ট কোয়ালিটির পাথরের সাথে স্পষ্ট ভাবে নির্দিষ্ট ফিক্সড মূল্য উল্লেখ করে থাকে। ফলে আপনি ঘরে বসেই পাথরের ছবি, কোয়ালিটি এবং মূল্য সম্পর্কে পরিষ্কার ধারনা পেয়ে যাচ্ছেন।
আমাদের এখানে পাচ্ছেন আসল এবং নকল রাশি রত্ন পাথর পাশাপাশি রেখে দেখে চিনে নেবার সুযোগ, ফলে কোনটা আসল এবং কোনটা নকল এমন প্রশ্নের উত্তর পাওয়ার পাশাপাশি নকল রত্ন পাথরকে আর আসল বলে বিক্রির কোন সুযোগ আমাদের এখানে থাকেনা।
আমাদের এখানে পাচ্ছেন আমাদের সংগ্রহে থাকা একই পাথরের দেশ ও কোয়ালিটির উপর নির্ভর করে বিভিন্ন মূল্যর রাশি রত্ন পাথর, যা আপনি পাশাপাশি রেখেই কোয়ালিটির পার্থক্য তুলনা করে নিজের বাজেট অনুযায়ী পছন্দের পাথরটি সংগ্রহ করতে পারবেন।
সর্বশেষ পাচ্ছেন আমাদের প্রতিটা আসল রাশি রত্ন পাথরের সাথে বাকি জীবনে নকল প্রমাণে সম্পূর্ণ লিখিত মূল্য ফেরত গ্যারান্টি কার্ড। ফলশ্রুতিতে আমাদের প্রতিটা রাশিরত্ন পাথরের দায়িত্ব আমাদের।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: