মহাস্থান শেষ বৈশাখের আজব মেলায় এই সব কি হচ্ছে দেখুন || Mahasthangor Mela Bogra ||
Автор: SaHed Vlogs
Загружено: 2025-05-11
Просмотров: 1241
Описание:
বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে শেষ হয়ে গেলো বৈশাখী মেলা। প্রতি বছর বাংলা সনের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানগড়ে বসে এই মেলা স্থানটি হিন্দু ও মুসলমানের তীর্থস্থান।
বৃহস্পতিবার (১১ মে) এ মেলায় যেমন ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগী ও জিকির আজগরে মেতে ওঠেন, অপর দিকে আধ্যাত্মিক সাধনা বিশ্বাসী সাধু সন্ন্যাসী ও বাউল-সাধকরা জিকির ও মারফতী গানে মুখরিত করে পুরো গড় এলাকা, তারা সারা রাত গান গেয়ে আসর জমায়।
ইতিহাস পর্যালোচনা করে জানা যায়, এককালে বাংলার রাজধানী হিসাবে খ্যাত এই পুন্ড্রনগরের হিন্দু রাজ্যের অত্যাচারী রাজা পরশুরামকে যুদ্ধে পরাজিত করে বিখ্যাত ওলীয়ে কামেল সুফী ও সাধক হযরত শাহ সুলতান মাহীসওয়ার বলখী (রঃ) তিনি এখানে ইসলামের পতাকা উত্তোলণ করেন। এবং নিজের সম্ভ্রম ও ধর্ম রক্ষার জন্য অত্যাচারী পরশুরামের একমাত্র বোন শীলা দেবীকে করতোয়া নদীতে আত্মবিসর্জনের দিন বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার। সেই থেকে হযরত শাহ সুলতানের স্মৃতি স্মরণে পরবর্তী বছরগুলোতে এই দিনে মহাস্থানে উভয় ধর্মের মানুষেরা সমবেত হয়ে পুণ্য সঞ্চয় করেন।
এই দিনে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগীর জন্য শাহ সুলতান বলখী (রঃ) মাজারে অবস্থান নিলেও সাধু-সন্ন্যাসী, মারফতি, বাউল গায়কেরা অবস্থান নেন পার্শ্ববর্তী অলীয়ে কামেল হযরত বোরহান উদ্দিন(রঃ) মাজার এর পশ্চিম পাশের আমবাগান, মাজারের পাশে দুধ পাথর ও উত্তরপাশের আবাসিক এলাকায়। মেলা শুরুর আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে মাজার ভক্তআসেকান জটাধারী, সাধু, সন্নাসী, ছিন্নমূল ভাসমান পাগল ও ধর্ম প্রাণ মাজার জিয়ারতকারী মুসাল্লিরা।
এছাড়া মাজার সংলগ্ন পশ্চিম পাশের মাঠসহ পুরো মহাস্থানগড় এলাকা জুড়ে বসেছে এক একটি আস্তানা।
🔶 contact for sponsor
mmsojoulislam@gmail
----thank you ---
#মহস্থানগড় #মহাস্থান বৈশাখী মেলা #মেলা #বৈশাখী মেলা মহাস্থান #mahasthan Mela #mahasthangarh
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: