পল্লী বাউল হবিল সরকার এর কাতর কন্ঠে গাইলেন। বন্ধু বলে দাও দেখা দাও। Hobil Sarkar New Song
Автор: OPURBO Baul Sur
Загружено: 2024-12-01
Просмотров: 14
Описание:
পল্লী বাউল হবিল সরকার এর কাতর কন্ঠে গাইলেন। বন্ধু বলে দাও দেখা দাও। Hobil Sarkar New Song
#বাউল_গান
#বাউল_সুর
#OPURBO Baul Sur
#বাউল_বিচ্ছেদ_গান
আপনাদের কে স্বাগতম জানাই আমাদের বাউল ধারার চ্যানেল " OPURBO Baul Sur" ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে পেয়ে যাবেন বাংলার গুনি ও স্বনামধন্য বাউল শিল্পীদের মন মাতানো বাউল সুরের মূর্ছনা। এই চ্যানেলে কোন বাজে গান পরিবেশন এর কোন সুযোগ থাকবেনা। সুস্থ ধারার বাউল গান আপনাদের মাঝে উপহার দিতেই আমাদের প্রচেষ্ঠা চলমান থাকবে। চ্যানেলটি Subscribe, Like & Comment করে পাশে থাকার আহবান জানাই।
আবহমান বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবন জিজ্ঞাসা একাত্ম হয়ে ফুটে ওঠে বাউল গানে। আরো ফুটে ওঠে সাম্য ও মানবতার বাণী।নিজ দেহের মধ্যে ঈশ্বরকে পাওয়ার তীব্র ব্যাকুলতা থেকে বাউল ধারার সৃষ্টি। বাউল সাধকদের সাধনার মাধ্যম হচ্ছে গান। সাধকের কাছে সাধন-ভজনের গূঢ়তত্ত্ব প্রকাশ পায় গানের মাধ্যমেই। প্রত্যেক মানুষের অন্তরে যে পরম সুন্দর ঈশ্বরের উপস্থিতি, সেই অদেখাকে দেখা আর অধরাকে ধরাই বাউল সাধন-ভজনের উদ্দেশ্য।বাংলার বাউল গান এখন বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।শহরে, গ্রামে ক্রমেই জনপ্রিয় হচ্ছে বাউলসংগীত। সব ধরনের শ্রোতাই মুগ্ধ হয়ে উপভোগ করে বাউল গান। এ গানের অসম্ভব জনপ্রিয়তার পেছনে আছে এর সর্বজনীনতা, গভীর মানবিকতা বোধ।বাংলার অমূল্য সম্পদ বাউল গান সংরক্ষণের জন্য জরুরি ভিত্তিতে বাউলশিল্পী অধ্যুষিত অঞ্চল সিলেট, ময়মনসিংহ, নেত্রকোণা, নাটোর প্রভৃতি অঞ্চলে ফিল্ড ওয়ার্ক শুরু করা উচিত। না হলে কালের গর্ভে অনেক গান এবং গানের সুর হারিয়ে যাবে। তাই আসুন সকলে মিলে বাংলার এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখি।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: