বনবিবির বটতলা - লুকিয়ে রাখা কোনো ইতিহাস নাকি কল্পকাহিনী | দেবহাটার বনবিবির বটতলা | Debhata ,Satkhira
Автор: Rokonation
Загружено: 2025-05-29
Просмотров: 21
Описание:
দেবহাটার ঐতিহাসিক বনবিবির বটতলা – সাতক্ষীরা জেলার একটি অমূল্য ঐতিহ্য। এই ভিডিওতে আমরা জানবো বনবিবির বটতলার পেছনের ইতিহাস, লোককাহিনি ও এর সামাজিক ও ধর্মীয় গুরুত্ব সম্পর্কে।
বনবিবি সুন্দরবনের একটি জনপ্রিয় ও পবিত্র চরিত্র, যার প্রতি এলাকার মানুষের গভীর আস্থা ও বিশ্বাস রয়েছে। বনবিবির পূজার স্থান হিসেবে এই বটতলা স্থানীয়দের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
ধারণা করা হয়, বহু পুরোনো বটতলাটি একসময় সাধু ও ঋষিদের ধ্যানের জায়গা ছিল। এখানে বিভিন্ন দেব-দেবীর পূজা-অর্চনা হতো। সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠান পালিত হতো। কথিত আছে, কারও মনের বাসনা পূরণের জন্য এখানে এসে বনবিবিকে স্মরণ করলে এবং তাঁর কাছে চাইলে মনের আশা পূরণ হতো।
বর্তমানে এখানে আর সাধু-ঋষিদের ধ্যান করতে দেখা যায় না। তবে বিনোদনের জন্য অনেক নারী-পুরুষ এখানে ভিড় জমায়। ঘুরতে আসা দর্শনার্থী রুহুল আমিন জানান, ‘বটতলা জায়গাটি অনেক ঐতিহ্যবাহী। এখানে প্রতিবছর হাজুত-মানত মেলা হয়। মেলায় হিন্দু, মুসলিম–সব ধর্মের মানুষ অংশ নেয়।
আমরাও মেলায় আসি, অনেক মজা হয়।’ তিনি আরও বলেন, ‘গাছটি কত বছরের পুরোনো কেউ বলতে পারে না। সবচেয়ে আশ্চর্যজনক হলো, কেউ বলতে পারে না এর মূল গোড়া কোথায়? আমি শুনেছি, কেউ গাছটি কাটার চেষ্টা করলে তার বা তার পরিবারের সদস্যদের কোনো না কোনো ক্ষতি হয়। তাই কেউ কাটে না।’
এই বটতলাতেই ভারত-বাংলাদেশের যৌথ ছবি শঙ্খচিলের অনেক দৃশ্য ধারণ করা হয়েছে। এ ছাড়া ইত্যাদি অনুষ্ঠানেও এটি নিয়ে পর্ব প্রচারিত হয়। উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবছর এই বটতলায় পয়লা বৈশাখ উদ্যাপিত হয়। পান্তা-ইলিশ খাওয়ার ব্যবস্থা থাকে।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং / @rokonation চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
📍 লোকেশন: বনবিবির বটতলা, দেবহাটা, সাতক্ষীরা
Facebook page: / rokonationofficial
Instagram: / rokonationofficial
#BonobibirBottola #Debhata #Satkhira #RokonationOfficial #BangladeshHeritage #SundarbansCulture #BongobondhoDesh
#Rokonation
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: