দাজ্জাল পৃথিবীর ঠিক কোথায় আছে? Exact location of dajjal।
Автор: The Mahafuj
Загружено: 2025-12-07
Просмотров: 485
Описание:
দাজ্জাল পৃথিবীর ঠিক কোথায় আছে? Exact location of dajjal। #dajjal #দাজ্জাল #facts #dajjal&jews
___________________________________________
বিশ্ব যখন অস্থিরতায় ভরে উঠবে, যখন সত্য আর মিথ্যার সীমারেখা মানুষের চোখে ঝাপসা হয়ে যাবে—তখন দাজ্জালের আবির্ভাব ঘটবে।
ইসলামিক বর্ণনায় বলা হয়, তার প্রথম অবস্থান হবে পূর্ব দিকের একটি মরুভূমি অঞ্চল, যেখানে মানুষের নজর খুব কমই পড়ে। কিছু হাদীসে ইঙ্গিত পাওয়া যায় যে সে বের হবে খোরাসান অঞ্চল থেকে, এবং তার অনুসারীরা প্রথমে সেই দিক থেকেই ছড়িয়ে পড়বে।
দাজ্জাল নিজেকে এমন এক শক্তিশালী নেতা হিসেবে উপস্থাপন করবে—যে দাবি করবে সে সত্যের পথ দেখাতে এসেছে, অথচ তার প্রতিটি কাজই হবে প্রতারণা ও মিথ্যার উপর দাঁড়িয়ে। তার দেহ, তার কথা—সবকিছুই মানুষের মনে বিস্ময় ও বিভ্রান্তি তৈরি করবে। পৃথিবীর বিভিন্ন শহর সে দ্রুত ঘুরে বেড়াবে, তার এক চোখের ভয়ংকর দৃষ্টি মানুষের অন্তরে আতঙ্ক সৃষ্টি করবে।
কিন্তু একটি জায়গা—মক্কা ও মদিনা—সে কখনোই প্রবেশ করতে পারবে না। ফেরেশতাদের পাহারায় রক্ষিত এই দুই শহর তার অশুভ প্রভাব থেকে নিরাপদ থাকবে।
তার ধ্বংসের চূড়ান্ত স্থান হবে বায়তুল মুকাদ্দাসের নিকটবর্তী লুদ নামক স্থান, যেখানে আল্লাহর একজন মহান বান্দা, ঈসা (আ.) তাকে পরাজিত করবেন। সেই মুহূর্ত থেকেই দুনিয়ায় শান্তির নতুন সূচনা হবে।
___________________________________________
আসসালামু আলাইকুম আমি মাহফুজ আলম, আমার এই ভিডিও গুলো বানার একটাই উদ্দেশ্য যে আমি চাই আমরা মুসলিমরা যারা আমাদের ইতিহাস জানিনা ,তাদের কে একটু হলেও আমাদের ইতিহাস তুলে ধরা। তো আপনাদের কাছে আমর একটাই আবেদন আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এই রকম ভিডিও বানাতে আরও উৎসাহিত করুন ।
এবং আমার আরও দুটো একাউন্ট আছে আপনারা সেই গুলোও একটু ফলো করে পাশে থাকুন
Facebook page 👉 / 17v6ar8fwg
Instragram 👉
https://www.instagram....
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: