Vlog-18 | প্রাকৃতিক অভয়ারণ্য | বঙ্গবন্ধু সাফারি পার্কে একদিন | চকরিয়া | কক্সবাজার | N.Absar azad |
Автор: AB Bangla Blog 408
Загружено: 2023-09-19
Просмотров: 67
Описание:
Vlog-18 | বঙ্গবন্ধু সাফারি পার্কে একদিন | চকরিয়া | কক্সবাজার |
প্রাকৃতিক সৌন্দর্য্যের অপরূপ লীলাভূমি কক্সবাজার জেলা।পাহাড়, পর্বত, ঝার্ন্নাসহ বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র দিয়ে ঘেরা এই জেলাটি।এই জেলার চকরিয়া উপজেলাতেই দুলাহাজারা সাফারী পার্ক অবস্থিত।
সাফারী পার্ক হলো সরকার ঘোষিত এলাকা যেখানে বণ্যপ্রানীদেরকে তাদের প্রাকৃতিক পরিবেশে প্রতিপালন করা হয়।এর মধ্যে দেশী-বিদেশী বন্য প্রাণীর বংশবৃদ্ধি ও অবাধ বিচরণের সুযোগ থাকে এবং যাতে পর্যটকগণ পায়ে হেঁটে বা যানবাহনে ভ্রমণ করে টিকিটের বিনিময়ে শিক্ষা,গবেষণা ও চিত্তবিনোদনের সুযোগ থাকে।সাফারী পার্ক চিড়িয়াখানা থেকে ভিন্নতর।চিড়িয়াখানায় জীব-জন্তু আবদ্ধ অবস্থায় থাকে আর সাফারী পার্কে মুক্ত অবস্থায় বিচরণ করে।
দেখতে পাবেন:কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পার্শ্বে ডুলাহাজরা রিজার্ভ ফরেষ্টে মনোরম প্রাকৃতিক দৃশ্য সম্বলিত বনাঞ্চলে সাফারী পার্কটি অবস্থিত।এটি ১৯৮০-৮১ সালে হরিন প্রজনন কেন্দ্র হিসাবে চালু হয়েছিল।বর্তমানে এটি জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য নানা রকম বুনো জীবজন্তুর নির্ভয় আবাস স্থল এবং ইকো-ট্যুরিজম ও গবেষণার পাশাপাশি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।এর আয়তন ৯০০ হেক্টর।এখানে বুনো জীব জন্তুর অবাধ চলাফেরা পর্যটকগণ উপভোগ করতে পারেন।এই পার্কে তথ্য শিক্ষা কেন্দ্র, প্রাকৃতিক ঐতিহাসিক জাদুঘর,পরিদর্শন টাওয়ার এবং বিশ্রামাগার রয়েছে।কক্সবাজার জেলা সদর হতে উত্তরে পার্কটির দূরত্ব ৫০ কি:মি: এবং চকরিয়া সদর হতে দক্ষিণে ১০ কি:মি:।এর আয়তন প্রায় ৯০০ হেক্টর।
প্রাকৃতিক শোভামণ্ডিত নির্জন উঁচু নিচু টিলা,প্রবাহমান ছড়া,হ্রদ,বিচিত্র গর্জন এর মত সু-উচ্চ ঐতিহ্যবাহী প্রাকৃতিক বৃক্ষ চিরসবুজ বনের জানা-অজানা গাছ-গাছালি,ফল-ভেষজ উদ্ভিদ,লতার অপূর্ব উদ্ভিদের সমাহার ও ঘন আচ্ছাদনে গড়ে উঠেছে সাফারী পার্ক।এর ছায়া ঘেরা পথ,সবুজ বনানী, জানা-অজানা গাছের সারি, পাখি আর বানরের কিচিরমিচির সবকিছূ মিলিয়ে যেন এক অসাধারণ অনুভূতি।পথের ধারে উচু ওয়াচ টাওয়ারে দাড়িয়ে আপনি দেখতে পাবেন পুরো পার্কের সীমানা পর্যন্ত অপার সৌন্দর্য।পার্কের চারদিকে বেষ্টনী রয়েছে যাতে বন্যপ্রানী পার্কের বাইরে যেতে না পারে।পার্কের ভিতরে আভ্যন্তরীন বেষ্টনীও রয়েছে।আভ্যন্তরীন বেষ্টনীর ভিতরে বাঘ,সিংহ ও তৃণভোজী প্রাণী প্রাকৃতিক পরিবেশে বসবাস করে।শুধু তাই নয়, পুরো পার্কে দেখতে পাবেন বিভিন্ন প্রানীর ভাস্কর্য যা আপনাকে মুগ্ধ করবে।
#Coxsbazar
#chokoria
#সাফারিপার্ক
#lifestyle
#rainforest
#forest
@ Don't Forget to SABSCRIVE Our Chennel
--------------------------------------------------------------------
🚫🚫🚫 ANTY-PIRACY Warning 🚫🚫🚫
All content of the channel are reserved for ab music, Bangladesh.
Any unauthorized reproduction, redistribution or re-upload is itrictly prohibited. legal action will be taken against those who violate the COPYRIGHT of the following materials Presented.
🗝️🗝️ all rights reserved ab blog🗝️🗝️
☢️disclaimer☢️
This channel doesn't promote illegal product, content, or platform and doesn't encourage any kind of prohibited activities. All contents provided by this chanjnel are meant for ENTERTAINING, EDUCATION, And Tutorial Video purposes, only.
🌷🌷Many many thanks to everyone🌷🌷
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: