Ranar kabita by Sukanta Bhattacharya রানার কবিতা, সুকান্ত ভট্টাচার্য, সুকান্তের কবিতা
Автор: Poems and Promise
Загружено: 2021-05-04
Просмотров: 148
Описание:
#RanarKabita #SukantaBhattacharya #রানার #সুকান্তভট্টাচার্য,
Photo Courtesy:
https://banglakobita.com.bd/%E0%A6%B0...
রানার
সুকান্ত ভট্টাচার্য
রানার ছুটেছে তাই ঝুম্ঝুম্ ঘন্টা বাজছে রাতে
রানার চলেছে খবরের বোঝা হাতে,
রানার চলেছে, রানার !
রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার ।
দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার-
কাজ নিয়েছে সে নতুন খবর আনার।
রানার! রানার!
জানা-অজানার
বোঝা আজ তার কাঁধে,
বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে;
রানার চলেছে, বুঝি ভোর হয় হয়,
আরো জোরে, আরো জোরে হে রানার দু্র্বার দুর্জয়।
তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন,
আরো পথ, আরো পথ – বুঝি লাল হয় ও পূর্ব কোণ ।
অবাক রাতের তারারা, আকাশে মিট্মিট্ করে চায়;
কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায় !
কত গ্রাম, কত পথ যায় স’রে স’রে –
শহরে রানার যাবেই পৌঁছে ভোরে;
হাতে লন্ঠন করে ঠন্ঠন্, জোনাকিরা দেয় আলো
মাভৈঃ রানার ! এখনো রাতের কালো ।
এমনি ক’রেই জীবনের বহু বছরকে পিছু ফেলে,
পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে ‘মেলে’।
ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে
জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে।
অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, আনুরাগে,
ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে।
রানার! রানার!
এ বোঝা টানার দিন কবে শেষ হবে?
রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে?
ঘরেতে অভাব; পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া,
পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া,
রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে,
দস্যুর ভয়, তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে।
কত চিঠি লেখে লোকে –
কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে ।
এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও,
এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ,
এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে,
এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে।
দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি, –
এ-কে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি –
রানার ! রানার ! কি হবে এ বোঝা বয়ে?
কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে?
রানার ! রানার ! ভোর তো হয়েছে – আকাশ হয়েছে লাল
আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল?
রানার! গ্রামের রানার!
সময় হয়েছে নতুন খবর আনার;
শপথের চিঠি নিয়ে চলো আজ
ভীরুতা পিছনে ফেলে –
পৌঁছে দাও এ নতুন খবর,
অগ্রগতির ‘মেলে’,
দেখা দেবে বুঝি প্রভাত এখুনি –
নেই, দেরি নেই আর,
ছুটে চলো, ছুটে চলো আরো বেগে
দুর্দম, হে রানার ॥
Poems & Promise Link
32. রবী ঠাকুরের কণিকা পংক্তিমালা
• রবী ঠাকুরের কণিকা কাব্যের পংক্তিমালা। Shor...
31. কুলি মজুর কবিতা
• কুলি-মজুর কবিতা। কাজী নজরুল ইসলাম। Kuli-Ma...
30. স্বনির্বাচিত প্রস্থান
• স্বনির্বাচিত প্রস্থান কবিতা। কবি আউয়াল আহম...
29. আমার পরিচয় কবিতা
• আমার পরিচয় কবিতা। সৈয়দ শামসুল হক। Amar Por...
28. বাতাসে লাশের গন্ধ কবিতা
• বাতাসে লাশের গন্ধ। রুদ্র মুহম্মদ শহীদুল্লা...
27. পরাজিত প্রেম কবিতা
• পরাজিত প্রেম কবিতা। রুদ্র মুহম্মদ শহীদুল্ল...
26. বোধ কবিতা
• বোধ কবিতা। জীবনানন্দ দাশ। Bodh kabita। Ji...
25. বিদ্রোহী কবিতা
• বিদ্রোহী কবিতা। কাজী নজরুল ইসলাম। Bidrohi ...
24. বাংলার মুখ কবিতা
• বাংলার মুখ কবিতা। জীবনানন্দ দাশ। Banglar M...
23. আবার আসিবো ফিরে
• আবার আসিব ফিরে কবিতা। জীবনানন্দ দাশ। Abar ...
22. বনলতা সেন কবিতা
• বনলতা সেন কবিতা। জীবনানন্দ দাশ Banolata S...
21. হায় চিল কবিতা
• "হায় চিল" কবিতা। জীবনানন্দ দাশ। Hai Chil K...
20. নারী কবিতা
• নারী কবিতা। কাজী নজরুল ইসলাম। Nari Kobita।...
19. সাম্যবাদী কবিতা
• সাম্যবাদী কবিতা। কাজী নজরুল ইসলাম। Samyaba...
18. ঈশ্বর কবিতা
• ঈশ্বর কবিতা। কাজী নজরুল ইসলাম। Ishwar Kabi...
17. মানুষ কবিতা
• মানুষ কবিতা। কাজী নজরুল ইসলাম। Manush Kabi...
16. পুরাতন ভৃত্য কবিতা
• পুরাতন ভৃত্য। রবীন্দ্রনাথ ঠাকুর। Puraton B...
15. দুই বিঘা জমি কবিতা
• Dui Bigha Jomi Kobita। দুই বিঘা জমি। রবীন্...
14. কৃষ্ণকলি কবিতা
• কৃষ্ণকলি কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর। Krishna...
13. আষাঢ় কবিতা
• আষাঢ় । রবীন্দ্রনাথ ঠাকুর। Ashar Kobita by ...
12. এক গাঁয়ে কবিতা
• এক গাঁয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর। Ek Gaye Kabit...
11. রানার কবিতা
• Ranar kabita by Sukanta Bhattacharya রানার...
10. ফ্ল্যাপবন্দি পরিচয় কবিতা
• ফ্ল্যাপবন্দি পরিচয়, কবি আউয়াল আহমদ, Flapb...
9. ১৪০০ সাল কবিতা
• ১৪০০ সাল কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর। 1400 S...
8. আহত পেঁচার প্রতি কবিতা
• আহত পেঁচার প্রতি, আউয়াল আহমদ, Ahato Pencha...
7. ঈগলের জন্য এলিজি কবিতা
• ঈগলের জন্য এলিজি কবিতা। আউয়াল আহমদ। Eagle ...
6. জীবনদেবতা কবিতা
• জীবনদেবতা কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর। Jibond...
5. অনন্ত প্রেম কবিতা
• অনন্ত প্রেম কবিতা।রবীন্দ্রনাথ ঠাকুর,। Anan...
4. চিরদিনের কবিতা
• 'চিরদিনের' সুকান্ত ভট্টাচার্য। 'Chirodiner...
3. সোনার তরী কবিতা
• সোনার তরী কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর। Sonar...
2. বর্ষার দিনে কবিতা
• বর্ষার দিনে কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর। Bor...
1. জন্মান্তর কবিতা
• জন্মান্তর কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর। Janman...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: