মাত্র দেড় মাসেই চরম বিপদের মুখে জি বাংলার এই সিরিয়াল!
Автор: Quote Un-Quote
Загружено: 2023-11-15
Просмотров: 104576
Описание: টিআরপির লড়াই বড়ই নির্মম। দর্শকদের মন জয় করতে না পারলেই স্লট হারা হতেও সময় লাগে না। কিন্তু মাত্র দেড় মাস হতে না হতেই স্লট খোয়ালো জি বাংলার ধারাবাহিক 'মিলি'। দীর্ঘদিন পর এই মেগার মাধ্যমেই টেলিভিশনে কামব্যাক করেছিলেন 'আলতা ফড়িং' খ্যাত খেয়ালী মন্ডল। এছাড়াও মেগার অংশ ছিলেন অনুভব কাঞ্জিলাল ও ধ্রুব সরকারের মতো অভিনেতারা। কিন্তু সিরিয়ালের দুর্বল চিত্রনাট্য দর্শকদের মন কাড়তে ব্যর্থ। যার জেরে রাত নটার স্লট থেকে মিলিকে সরিয়ে দিল চ্যানেল। ওই স্লটে আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘আলোর কোলে’। তাহলে ‘মিলি’র কী হবে? শোনা যাচ্ছে, ‘খেলনা বাড়ি’ এবং ‘গৌরী এলো’ এই দুটি ধারাবাহিক শেষ হওয়ার সময় এসে গিয়েছে। এক সঙ্গেই পাততাড়ি গোটাচ্ছে চ্যানেলের এই দুই পুরনো সিরিয়াল। ফলে মনে করা হচ্ছে, রাত সাড়ে নটা বা দশটায় খেলনা বাড়ি কিংবা গৌরী এলোর ফেলে যাওয়া স্লটে জায়গা হবে 'মিলি'-র। #Shorts #Mili
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: