জামানার মোজাদ্দেদ হজরত মাওলানা সূফী মুফতী আজানগাছী (রহঃ) এর জীবনী ।
Автор: S MEDIA HAQQANI
Загружено: 2024-12-01
Просмотров: 1119
Описание: জামানার মোজাদ্দেদ ও যুগের মহাসংস্কারক শ্রেষ্ট কামেল ওলী হযরত মাওলানা সূফী মূফতী আজানগাছী(রহঃ) বঙ্গদেশে হাওরা জেলার অন্তর্গত আজানগাছী গ্রামে ইংরেজী ১৮২৮ খৃষ্টাব্দে ফারুকী বংশের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহন করেন,তাহার পিতার নাম হযরত শাহ্ সূফী মূফতী রকিবউদ্দিন ফারুকী(রহঃ), তিনি দীর্ঘ দিন হযরত রাসূল(সাঃ) এর রওজা মুবারকের খাদেম ছিলেন ৷ হযরত মাওঃ আজানগাছী(রহঃ) ইসলামের ২য় খলিফা হযরত ওমর ফারুক(রাজিঃ) এর সাইত্রিশতম পরবর্তী মহাপুরুষ ৷ তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় সর্ব্বোচ্চ লেখাপরা শেষ করিয়া কোরআন হাদীস,আরবী,ফারসী,বাংলা,ইংরেজী ভাষায় গভীর জ্ঞান অর্জন করার পর মা 'রেফাতের জ্ঞান লাভের উদ্দেশ্যে ২২-২৩ জন ওলী আল্লাহ গনের দরবারে গমন করেন এবং তাহাদের মধ্য থেকে আট জন ওলী আল্লাহ'র পক্ষে থেকে তিনি খেলাফত লাভ করেন ৷
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: