নবরূপে সজ্জিত ঐতিহাসিক নালন্দা বিশ্ববিদ্যালয়,,,,
Автор: jonorob media
Загружено: 2021-06-17
Просмотров: 32
Описание: জনরব মিডিয়া 800/ আটশো বছর পর 2022এ নালন্দা বিশ্ববিদ্যালয় দর্শন করতে পারবেন । এবার একটু ভাবুন, নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন বক্তিয়ার খলজি, ধ্বংস করেও ক্ষান্ত হননি তিনি।। সমস্ত নথি তিন মাস ধরে জ্বলেছিল অগ্নিতে। 2012 এপিজে আবদুল কালামের সুপারিশে নালন্দা বিশ্ববিদ্যালয় পুনর্নির্মাণ এর জন্য একটি ট্রাস্টি গঠন করা হয়।। এবং ওই ট্রাস্টি তে দেশ-বিদেশের মানুষ প্রচুর অর্থ দান করেন।। কয়েকশো কোটি টাকা জমা হওয়ার পর তৎকালীন কেন্দ্রীয় সরকার কালাম সাহেব কে বিতারিত করিয়ে অমর্ত্য সেন কে বসিয়ে দেন। টাকা ভাগাভাগি হয়ে যায়।। কারণ তৎকালীন সরকার নালন্দা বিশ্ববিদ্যালয় কে পুনর্নির্মাণ হোক সেটা চাননি।। অমর্ত্য সেন বিদেশে ফিরে যান।। আবার নালন্দা বিশ্ববিদ্যালয় পুনর্নির্মাণ অতলে।। ধ্বংস থেকে সৃষ্টি তৎকালীন সরকার ভুলে গিয়েছিলেন তারা অর্থ পেয়ে খুশি হলেন।। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদীজি ডক্টর কালাম সাহেবের আবেদনকে কুর্নিশ করে নতুন বোর্ড গঠন করেন।। 2016সালে নালন্দা বিশ্ববিদ্যালয় পুনর্নির্মাণ শুরু। 2022 এ স্বপ্ন পূরণ হবে।। দেশ-বিদেশের মানুষরা 450 একর জমিতে প্রাচীন সভ্যতা সংস্কৃতির পীঠস্থান শিক্ষাক্ষেত্র কে অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয় কে নতুন রূপে দর্শন করতে পারবেন। ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য, পরম্পরা পরম্পরা, সংস্কৃতিকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।। সুতরাং ছাত্র-ছাত্রী অভিভাবক দের চিন্তার কোন কারণ নেই।। শিক্ষা-সংস্কৃতি আছে এবং থাকবে।। কোন অশুভ শক্তি শিক্ষা সংস্কৃতিকে ধ্বংস করতে পারে না।। 800 বছরের মধ্যে জনগণের জন্য নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নবরূপে। রিপোর্টার শুক্লা গাঙ্গুলী, 17/6/2021
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: