কাজী নজরুল ইসলামের কয়টি সন্তান?। বিদ্রোহী কবি।
Автор: Basudev studio
Загружено: 2025-08-28
Просмотров: 2180
Описание:
🎵Song : Bulbuli । বুলবুলি
🎤 Singer : Ritu Raj & Nandita । Coke Studio Bangla
📝 Lyrics: Kobi Kazi Nazrul Islam
A Soul touching Nazrul Ghazal in a Modern Tune.
🎵 Enjoy this Powerful Moment from Bulbuli🪶 #cokestudiobangla @CokeStudioBangla
🔔Subscribe for more Bengali Music Shorts 🎸
#Bulbuli বুলবুলি 💖 🕊🐦 নজরুল প্রথম বিয়ে করেন ১৯২৪ সালে। তাঁর সাথে বিয়ে হয় কুমিল্লার কান্দির পাড়ের কন্যা আশালতা সেনগুপ্তের।বিয়ের পর আশালতার ঘরে নজরুলের চার সন্তান জন্ম নেয়। সবাই ছিলেন ছেলে এবং এর মাঝে প্রথম দুই জনই খুব অল্প বয়সে মারা যান। সন্তানদের নাম যথাক্রমে:
১. কাজী কৃষ্ণ মুহাম্মদ,
২. কাজী অরিন্দম খালেদ (বুলবুল),
৩. কাজী সব্যসাচী এবং
৪. কাজী অনিরুদ্ধ।
প্রথম সন্তান কৃষ্ণ মুহাম্মদ জন্মের কয়েক মাস পরেই মারা যান। দ্বিতীয় সন্তান বুলবুল বেঁচে ছিলেন মাত্র ৩ - ৪ বছর। বুলবুল মারা যাওয়ার পর সন্তান হারানোর শোকে বিহ্ববল বাবা নিচের গানটি লিখেছিলেন:
‘ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি; করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি’।
কাজী সব্যসাচী ১৯৭৯ সালের ২ মার্চ কোলকাতায় মারা যান।
কবির চতুর্থ সন্তান, জীবিতদের মধ্যে দ্বিতীয় ছিলেন। প্রখ্যাত গিটারবাদক কাজী অনিরুদ্ধ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সর্বকনিষ্ঠ পুত্র। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা সঙ্গীতজ্ঞ।
কবির জীবদ্দশাতেই ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি মাত্র ৪৩ বছর বয়সে কবির কনিষ্ঠ পুত্র অনিরুদ্ধ কোলকাতায় মারা যান।
#nazrulsong #banglaviralgaan #nazrulviralsong
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: