একজন খতিব সাহেব সীমান্তে পড়ে আছেন, গাছের সাথে শিকল দিয়ে বাধা অজ্ঞান অবস্থায়।
Автор: KHUTBATUL HiND
Загружено: 2025-10-23
Просмотров: 407
Описание:
টঙ্গীর একজন মসজিদের খতীব
মুসলিম মেয়েরা যাতে হিন্দুদের
লাভ ট্র্যাপের শিকার না হয়
সে বিষয়ে সচেতনতামূলক খুতবাহ প্রদানের প্রেক্ষাপটে
ইস্কন তাঁকে হত্যার হুমকি দেয়।
.
বুঝুন,
কোন বাংলাদেশে আছেন!
প্রশ্ন তুলছি,
এখানে কি মুসলিমরা নিরাপদ?
গত ১৭ অক্টোবর ২০২৫, টিম Protect Our Sisters BD- এর কাছে একটি গুরুতর অভিযোগ পৌঁছায়। একজন শুভাকাঙ্ক্ষী ভাইয়ের বাবা —টঙ্গী টিএনটি কলোনীর কেন্দ্রীয় মসজিদের খতিব — সম্প্রতি মসজিদে কিছু সাধারণ সচেতনতামূলক কথাবার্তা বলেন;
তার বাবা বর্তমান প্রেক্ষাপটের বাস্তবতা অনুধাবন করে মসজিদের খুতবায়, কোন দল কিংবা মতের কথা উল্লেখ না করেই, শুধু হি°ন্দু ছেলে এবং মুসলিম মেয়েদের প্রেম সম্পৃক্ত সচেতনতামূলক কিছু কথা বলেন।
শুধুমাত্র এতোটুকুর জন্য গত চার মাসে তাকে, একের পর এক হুম°কি°স্বরূপ চিঠি প্রদান করা হয়, প্রথম দিকে তিনি এ সকল চিঠির প্রতি ভ্রুক্ষেপ না করলেও, সর্বশেষ চিঠি পাওয়ার পর তিনি আর এটাকে হালকা ভাবে নিতে পারেননি,। (চিঠির ছবি বাকী ডকুমেন্টস প্রথম কমেন্টে)
আমাদের সেই ভাই তার বাবার কাছে এসব চিঠির সম্পর্কে জানতে পেরে, আমাদেরকে বিস্তারিত জানালে আমরা এটার বিষয়ে তদন্ত শুরু করি।
পরের দিন ১৮ তারিখ, খতীব সাহেবের সাথে সরাসরি সাক্ষাৎ করা হয়,।
আমরা এটার বিষয়ে পদক্ষেপ নিতে চাইলে খতীব সাহেব বলেন, আপাতত কিছুদিন অপেক্ষা করতে, কারণ মসজিদ কমিটির এটার দায়িত্ব নিয়েছে, এবং এই অভিযোগও করেন যে মসজিদ কমিটি এটা নিয়ে কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না।
তবুও তাদেরকে আরো কিছুদিন সময় দিতে বলায় টিমের সদস্যরা তাকে বিভিন্নভাবে সতর্ক করে এবং পরামর্শ দিয়ে চলে আসেন।
গতকাল রাতে খতীব সাহেবের ছেলে, আমাদেরকে জানান যে, গতকাল মাগরিবের পর আবার সেই হুম°কি স্বরূপ চিঠি মসজিদে পাওয়া গেছে, এবং সেখানে মসজিদ কমিটির সভাপতি এবং সেক্রেটারি শহীদ ও রশিদ কে, ছেড়ে দিয়ে, এবার শুধু খতীব কে ধরা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
টিমের ভাইয়েরা গতকাল তাকে সতর্ক থাকতে এবং কমিটির উপর নির্ভর না থেকে দ্রুততার সাথে পদক্ষেপ নিতে বলে।
কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং আশঙ্কার বিষয় হচ্ছে: আজকে সকালে খতিব সাহেব যথারীতি ফজর নামাজের পর হাঁটতে বের হলে, তারপর থেকে আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না! সকাল থেকেই তিনি নিখোঁজ, তার ফোন প্রথম দিকে খোলা থাকলেও তিনি রিসিভ করেননি এবং এখন সুইচড অফ বলছে,!
আশঙ্কা করা হচ্ছে ই সক নে র জ /ঙ্গি সদস্যরাই তাকে অপহরণ করেছে।
উল্লেখ্যঃ খতিব সাহেবের ছেলে থানায় গিয়ে সাহায্য চাইলেও তাকে বের করে দেয়া হয়।
আমরা Protect Our Sisters BD-এই বিষয় স্পষ্টভাবে ঘোষণা করছি যে,
১/ আমাদের এই ভাই, তার বাবা খতীব সাহেব, কিংবা তার পরিবারের কোনো সদস্যের যদি বিন্দু মাত্র কোন ক্ষতি হয়, তাহলে এর সম্পূর্ণ দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে,।
আমরা প্রশা সন কে আহবান করছি দ্রুততার সাথে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। এবং এই স ন্ত্র| সী দে র কে গ্রে ফ তা র করুন।
২/ আমরা হি°ন্দু°ত্ব°বা°দী স°ন্ত্রা°সী ইস°কনে°র প্রতিটা সদস্যদের কে উদ্দেশ্য করে বলছি: খতীব সাহেবের বিন্দুমাত্র ক্ষ°তি হলে তোদের প্রতিটা স ন্ত্র|°স বা দের আখড়া গু°ড়িয়ে দেওয়া হবে।
এই বাংলার মাটি থেকে তোদেরকে চিরতরে নি°শ্চি°হ্ন করে দেওয়া হবে ইন শা আল্লাহ।
চিঠির কিছু অংশ: ( টঙ্গী টি,এন,টি কলোনী মসজিদের অধিকারীক শহীদ ও রশিদ (মসজিদ কমিটির সভাপতি এবং সেক্রেটারী)তোদের খতিবকে এযাবত 10 টি চিঠি দেওয়া হয়েছে কিন্তু কোন মূল্য দেয়নি, তাকে ভাবতে ১০ মাস সময় দেওয়া হয়েছে, এটা ফাইনাল চরমপত্র, এবার তোদের খতীবকে বলে দে যে,
১/ সে যেন শুক্রবার মসজিদে অখ°ন্ড ভারত মাতার পক্ষে কৌশলে কথা বলে!
২/ সে যেন ইসকনের কার্যক্রম এবং চি°ন্ম°য় কৃষ্ণ মহাপ্রভুর জাবিনের পক্ষে কৌশলে কথা বলে, বলে যে তাকে আটক রাখা ঠিক হচ্ছে না!
৩/সে যেন প্রটেক্ট আওয়ার সিস্টার বিডি এর বিপক্ষে কৌশলে কথা বলে, এবং বলে মুসলিম মেয়েদের হি°ন্দু ছেলেদের সাথে প্রেমে বাধা নেই!
৪/ সে যেন পূর্ববঙ্গের সব ধর্মভিত্তিক দল এনসিপি এবং বিএনপির বিরুদ্ধে কৌশলে জনমত গঠন করে!
যদি তোরা তিনজন আমাদের কথা না মানস তাহলে তোরা তিনজনে সবাই সবার বউয়ের সাথে একে অন্যের বউ এর সাথে পালাক্রমে যে পরকীয়া করস, তোদের খতিব যে রিকশায় কুকুর নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, তোরা তিনজন যে ঘুষ, মদ, সুদ, জুয়া খেলোস, তোদের স্ত্রীদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে ধ°র্ষ°ণ করস, সেসব সারা দুনিয়াতে ভাইরাল করা হবে, (অর্থাৎ মিথ্যাচার করে তাদেরকে বদনাম করা হবে)
আর যদি কত মানস তাহলে জনপ্রতি ১ কোটি রুপি দেওয়া নিশ্চিত করা হবে।
শুক্রবার তোদের খতিবের বক্তব্যে, ছয় মাস পর্যন্ত প্রমাণ পাওয়ার পর নগদ এক কোটি রুপি করে দেয়া হবে।
আর যদি আদেশ না মানস তাহলে তোদের মৃ°ত্যু°দ°ন্ড দেওয়া হয়, খতীব কে বলবি গাছের কাঁটা সরিয়ে ফেলতে এর ধারা তোদের তিনজনের কারোর স্ত্রী মেয়ে ধ°র্ষ°ণ ঠেকাতে পারবি না, এবার খতিবের ঘরে পেট্রোলের আগুন ধরছে তোরা তিনজন পদত্যাগ করলেও বাঁচতে পারবি না।
তোরা তিনজন ছাড়া কাউকে কোন ডিফেন্সকে জানালে আরো তাড়াতাড়ি মরবি।)
**উল্লেখ কিছুদিন আগেই খতিব সাহেবের বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়, সবাই ভাবে হয়তো কারেন্টের লাইনে সকসার্কেট থেকে আগুন লেগেছে কিন্তু চিঠিতে উল্লেখ থাকায় পরবর্তীতে এর রহস্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়**।
#টঙ্গী #মসজিদ #খতীব #ইস্কন #হুমকি #ইসলাম #মুসলিম_নিরাপত্তা #লাভজিহাদ #বাংলাদেশ #সচেতনতা #দাওয়াত #ইমান #উম্মাহ #সত্যবলো #মুসলমানের_নিরাপত্তা #IslamicAwareness #MuslimRights #SaveOurSisters
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: