কাদিয়ানী'দের সম্পর্কে জিল্লুর রহমানের সুস্পষ্ট বক্তব্য | দৈনিক সংগ্রাম | জামায়াতে ইসলামকে শায়েস্তা!
Автор: MASQ BD
Загружено: 2020-02-10
Просмотров: 28815
Описание:
কাদিয়ানী'দের সম্পর্কে নিজামীর বক্তব্যের জবাবে জিল্লুর রহমান
গত ১লা নবেম্বর দৈনিক সংগ্রামে প্ৰকাশিত জামায়াতের সেক্রেটারী জেনারেল মওলানা মতিউর রহমান নিজামীর বিবতির প্রতি দৃষ্টি আকর্ষিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান দৈনিক সংগ্রামে প্রকাশার্থে এক বিবৃতি প্রদান করেন।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কোন কিছু না জেনে কথা বলেন না। আহমদীয়ারা। (কাদিয়ানী) মুসলমান কি অমুসলমান এর সিদ্ধান্ত মানুষ দিতে পারে না। কেবল স্বয়ং অন্তর্যামী মহান আল্লাহ পাকই এ বিষয় নির্ধারণ করতে পারেন। তবে পবিত্র কুরআন হাদীসে মুসলমানের সংজ্ঞা অতি স্পষ্টভাবে দেয়া আছে। হাদীস শরীফে মহানবী হযরত মােহাম্মদ (সাঃ) বলেছেন- পাঁচটি বিষয়ের উপর। ইসলামের ভিত্তি যথা (১) কলেমা, (২) নামাজ (৩) রােজা (৪) হজ্ব এবং (৫) যাকাত। হাদীসে বর্ণিত সংজ্ঞাই নির্ধারণ করবে তাঁরা মুসলমান কি মুসলমান নন।
তিনি বলেন, মনে রাখতে হবে যে, মনের খবর কেবল অন্তর্যামীই জানেন। মদীনায় আদমশুমারী চলাকালে মহানবী হযরত মােহাম্মদ (সঃ)কে জিজ্ঞেস করা। হয় কাদের নাম মুসলমান হিসেবে অন্তর্ভুক্ত করা হবে? মহানবী (সাঃ) স্পষ্টভাবে বলেন, "যে নিজের মুখে মুসলমান হবার দাবী করে তাকে আমার জন্য মুসলমানদের তালিকাভুক্ত কর” হাদিস শরীফে আছে “যে ব্যক্তি স্বইচ্ছায় ও সজ্ঞানে কালেমা তৈয়বা পাঠ করেন এবং তার উপর সার্বিক অর্থে বিশ্বাস স্থাপন করে তিনিই মুসলমান।”
নির্বিবাদে নিজের ধর্ম পালন করার অধিকার আমাদের সংবিধান সবাইকে সমানভাবে দিয়েছে। এটা রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব।
ধর্ম সম্বন্ধে চুলচেরা বিচার করা কিংবা কোন ফেরকার বৈধতা নিরুপণ করা কোন অবস্থাতেই রাজনৈতিক বিষয় নয়। বিষয়টি সম্পূর্ণভাবেই আল্লাহ পাকের। প্রত্যেক মানব সন্তান তার ধর্ম বিশ্বাসের জন্য আল্লাহ পাকের নিকট জবাবদিহী করবে।
| একথা আমাদের কাছে অতি স্পষ্ট যে নিজামী সাহেবরা স্বাধীনতা বিরােধী চক্রের বিরুদ্ধে এবং যুদ্ধাপরাধী গােলাম আযমের বিচারের দাবীতে বর্তমান চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার। চক্রান্ত করছেন। জনগণের সামনে এ ঘূণিত চক্রান্ত নগ্নভাবে ধরা পড়েছে। এদেশের গণতন্ত্রমনা সচেতন জনগণ কখনই এই ষড়যন্ত্রকে বাস্তবায়িত হতে দিবে না।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: