ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সাধারণ মেয়ে।SHADHARON MEYE।Tagore poem

সাধারণ মেয়ে কবিতা

সাধারণ মেয়ে

সাধারণ মেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

বাংলা কবিতা

রবী ঠাকুরের সাধারণ মেয়ে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতা

বাংলা কবিতা আবৃত্তি

রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতার আলোচনা

সাধারণ মেয়ে কবিতা আবৃত্তি

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা

সাধারণ মেয়ে - রবীন্দ্রনাথ ঠাকুর

সাধারণ মেয়ে আবৃতি

রবীন্দ্রনাথের কবিতা

সাধারণ মেয়ে by Bratati Bandyopadhyay

সাধারণ মেয়ে by munmun mukherjee

nandini_das_recitation

sadharon meye recited by gouri ghosh

Автор: একগুঁয়ে মেয়ে

Загружено: 2025-03-24

Просмотров: 213

Описание: রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সাধারণ মেয়ে।SHADHARON MEYE।Tagore poem#একগুঁয়ে_মেয়ে ×

সাধারণ মেয়ে (sadharon meye)

আমি অন্তঃপুরের মেয়ে,

চিনবে না আমাকে।

তোমার শেষ গল্পের বইটি পড়েছি, শরৎবাবু,

"বাসি ফুলের মালা'।

তোমার নায়িকা এলোকেশীর মরণ-দশা ধরেছিল

পঁয়ত্রিশ বছর বয়সে।

পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি,

দেখলেম তুমি মহদাশয় বটে--

জিতিয়ে দিলে তাকে।

নিজের কথা বলি।

বয়স আমার অল্প।

একজনের মন ছুঁয়েছিল

আমার এই কাঁচা বয়সের মায়া।

তাই জেনে পুলক লাগত আমার দেহে--

ভুলে গিয়েছিলেম, অত্যন্ত সাধারণ মেয়ে আমি।

আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে,

অল্পবয়সের মন্ত্র তাদের যৌবনে।

তোমাকে দোহাই দিই,

একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি।

বড়ো দুঃখ তার।

তারও স্বভাবের গভীরে

অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও

কেমন করে প্রমাণ করবে সে,

এমন কজন মেলে যারা তা ধরতে পারে।

কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে,

মন যায় না সত্যের খোঁজে,

আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে।

কথাটা কেন উঠল তা বলি।

মনে করো তার নাম নরেশ।

সে বলেছিল কেউ তার চোখে পড়ে নি আমার মতো।

এতবড়ো কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না,

না করব যে এমন জোর কই।

একদিন সে গেল বিলেতে।
চিঠিপত্র পাই কখনো বা।

মনে মনে ভাবি, রাম রাম! এত মেয়েও আছে সে দেশে,

এত তাদের ঠেলাঠেলি ভিড়!

আর তারা কি সবাই অসামান্য--

এত বুদ্ধি, এত উজ্জ্বলতা।

আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে

স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে।

গেল মেলের চিঠিতে লিখেছে

লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে--
বাঙালি কবির কবিতা ক' লাইন দিয়েছে তুলে

সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে--

তার পরে বালির 'পরে বসল পাশাপাশি--

সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ,

আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক।

লিজি তাকে খুব আস্তে আস্তে বললে,

"এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে;

ঝিনুকের দুটি খোলা,

মাঝখানটুকু ভরা থাক্‌

একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে--

দুর্লভ, মূল্যহীন।'

কথা বলবার কী অসামান্য ভঙ্গি।

সেইসঙ্গে নরেশ লিখেছে,

"কথাগুলি যদি বানানো হয় দোষ কী,

কিন্তু চমৎকার--

হীরে-বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়।'

বুঝতেই পারছ

একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো

আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায়--

আমি অত্যন্ত সাধারণ মেয়ে।

মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই

এমন ধন নেই আমার হাতে।

ওগো, নাহয় তাই হল,

নাহয় ঋণীই রইলেম চিরজীবন।

পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু,

নিতান্তই সাধারণ মেয়ের গল্প--

যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয়

অন্তত পাঁচ-সাতজন অসামান্যার সঙ্গে--

অর্থাৎ, সপ্তরথিনীর মার।


বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে,

হার হয়েছে আমার।

কিন্তু তুমি যার কথা লিখবে

তাকে জিতিয়ে দিয়ো আমার হয়ে,

পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে।

ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে।

তাকে নাম দিয়ো মালতী।

ওই নামটা আমার।

ধরা পড়বার ভয় নেই।

এমন অনেক মালতী আছে বাংলাদেশে,

তারা সবাই সামান্য মেয়ে।

তারা ফরাসি জর্মান জানে না,

কাঁদতে জানে।

কী করে জিতিয়ে দেবে।

উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী।

তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে,

দুঃখের চরমে, শকুন্তলার মতো।

দয়া কোরো আমাকে।

নেমে এসো আমার সমতলে।

বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে

দেবতার কাছে যে অসম্ভব বর মাগি--

সে বর আমি পাব না,

কিন্তু পায় যেন তোমার নায়িকা।

রাখো-না কেন নরেশকে সাত বছর লণ্ডনে,

বারে বারে ফেল করুক তার পরীক্ষায়,

আদরে থাক্‌ আপন উপাসিকামণ্ডলীতে।

ইতিমধ্যে মালতী পাস করুক এম| এ|

কলকাতা বিশ্ববিদ্যালয়ে,

গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে।

কিন্তু ওইখানেই যদি থাম

তোমার সাহিত্যসম্রাট নামে পড়বে কলঙ্ক।

আমার দশা যাই হোক

খাটো কোরো না তোমার কল্পনা।

তুমি তো কৃপণ নও বিধাতার মতো।

মেয়েটাকে দাও পাঠিয়ে য়ুরোপে।

সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর,

যারা কবি, যারা শিল্পী, যারা রাজা,

দল বেঁধে আসুক ওর চার দিকে।

জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে--

শুধু বিদুষী ব'লে নয়, নারী ব'লে।

ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে

ধরা পড়ুক তার রহস্য, মূঢ়ের দেশে নয়--

যে দেশে আছে সমজদার, আছে দরদি,

আছে ইংরেজ জর্মান ফরাসি।

মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক-না,

বড়ো বড়ো নামজাদার সভা।

মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য,

মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়--

ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো।

ওর চোখ দেখে ওরা করছে কানাকানি,

সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র

মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে।

(এইখানে জনান্তিকে বলে রাখি

সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে।

বলতে হল নিজের মুখেই,

এখনো কোনো য়ুরোপীয় রসজ্ঞের

সাক্ষাৎ ঘটে নি কপালে।)

নরেশ এসে দাঁড়াক সেই কোণে,

আর তার সেই অসামান্য মেয়ের দল।

আর তার পরে?

তার পরে আমার নটেশাকটি মুড়োল,

স্বপ্ন আমার ফুরোল।

হায় রে সামান্য মেয়ে!

হায় রে বিধাতার শক্তির অপব্যয়

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সাধারণ মেয়ে।SHADHARON MEYE।Tagore poem

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

অনিবন্ধিত ভালোবাসা || সালমান হাবীব || Bangla Kobita abritti #banglapremerkobita #একগুঁয়ে_মেয়ে

অনিবন্ধিত ভালোবাসা || সালমান হাবীব || Bangla Kobita abritti #banglapremerkobita #একগুঁয়ে_মেয়ে

Всё о конфликте России и Азербайджана: кто за ним стоит, причины и последствия, чего ждать дальше

Всё о конфликте России и Азербайджана: кто за ним стоит, причины и последствия, чего ждать дальше

Rabindranath - An Enlightening Speech by Sri Sudin Chattopadhyay @ ICCR, Kolkata on 5th July , 2013

Rabindranath - An Enlightening Speech by Sri Sudin Chattopadhyay @ ICCR, Kolkata on 5th July , 2013

রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতার আলোচনা | Sadharon meye kobita  by Rabindranath Tagore

রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতার আলোচনা | Sadharon meye kobita by Rabindranath Tagore

Benson Boone Radio | Moonbeam Ice Cream Radio | Non-stop Pop Hits

Benson Boone Radio | Moonbeam Ice Cream Radio | Non-stop Pop Hits

তুমি চাইলে কি না দিতে পারি আমি ♥️♥️

তুমি চাইলে কি না দিতে পারি আমি ♥️♥️

Webcam

Webcam

Японец по цене ВАЗа! Оживляем пацанскую мечту :)

Японец по цене ВАЗа! Оживляем пацанскую мечту :)

বাংলা সাহিত্যের ইতিহাস-৩ | ছোটগল্প, কবিতা, নাটক, উপন্যাস | অনার্স ৪র্থ বর্ষ। কোড- ২৪১০০১ । পার্ট-১

বাংলা সাহিত্যের ইতিহাস-৩ | ছোটগল্প, কবিতা, নাটক, উপন্যাস | অনার্স ৪র্থ বর্ষ। কোড- ২৪১০০১ । পার্ট-১

Арестович: Будет еще помощь? Итоги переговоров. Формула войны.

Арестович: Будет еще помощь? Итоги переговоров. Формула войны.

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]