ম্যাজিক ফোম ওয়াশ সিএস বিডির বিশ্ববিখ্যাত ফোম ওয়াশ মেশিন এখন আপনার।
Автор: CSBD
Загружено: 2022-08-08
Просмотров: 186
Описание:
বিশ্ব বিখ্যাত ফোম মেশিন পেতে আজই যোগাযোগ করুন। 01711 180845. 01303 487558
সি এস ফোম কি ও কেন?
সি এস ফোম ব্যবহারিক নির্দেশিকা।।
সি এস ফোম। লবণ ক্ষার ও এসিড বিহীন ফোম ওয়াস এন্ড ওয়াক্স লিকুইড, এটি ব্যবহারে গাড়ির উজ্জ্বলতা বৃদ্ধি পায়, জং রোধ করে এবং ধুলাবালি মুক্ত রাখে। সাধারণতঃ বাজারে যে সমস্ত কার ওয়াশ শ্যাম্পু পাওয়া যায়, তাতে লবণ ক্ষার এবং অ্যাসিড থাকার ফলে গাড়িতে দ্রুত জং ধরে। সমস্ত সুইচ গুলোকে নষ্ট করে দেয়, স্বল্প সময়ের মধ্যে সুইচ চাপা পাল্টানো লাগে। ওয়্যারিং তার ও কানেক্টর দ্রুত নষ্ট হয়। এগুলো থেকে বাঁচার একমাত্র উপায় সিএস ফোম ওয়াস এন্ড ওয়াক্স লিকুইড ব্যবহার করা। এটি যেহেতু ওয়াক্স সমৃদ্ধ একটি লিকুইড, তাই এর ব্যবহারবিধি ও একটু ভিন্ন, সাধারণতঃ যে মেশিনগুলো বাজারে পাওয়া যায় তাতে অনেক পরিমাণে ফোম লিকুইড লাগে, তবুও হাই থিকনেস ফোম তৈরি হয় না। একটা গাড়ি পরিষ্কার করতে অনেক টাকা খরচ হয়। আবার গাড়িগুলো জং ও ধরে এসিডেও খেয়ে ফেলে। এই সমস্যা গুলো থেকে পরিত্রান পাওয়ার জন্য। সি এস, নিয়ে এসেছে অত্যাধুনিক হাইটেক টেকনোলজির ফোম মেশিন। মাত্র এক লিটার সিএস, ফোম লিকুইড আশি লিটার পানিতে ব্যবহার করে। 20 থেকে 25 টা মোটরসাইকেল অনায়াসে ফোম ওয়াস করা যায়। একটা মোটরসাইকেল ওয়াশ করতে পানি কারেন্ট ও সি এস, লিকুইড মিলে সর্বমোট খরচ হবে 20 থেকে 25 টাকা। এবং গাড়িটাও থাকবে নতুনের মত সব সময় উজ্জল, জং ধরবে না ওয়্যারিং ও সুইচ চাপার কোন ক্ষতি হবে না। (বিশেষ দ্রষ্টব্য)= সি এস, ফোম মেশিনে ক্ষার ও এসিড জাতীয় কোন লিকুইড ব্যবহার করা যাবে না।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: