সৌদি খেজুর গাছের অজানা রোগ।
Автор: বরেন্দ্র খেজুর বাগান
Загружено: 2020-12-06
Просмотров: 888
Описание:
প্রিয় খেজুর চাষী ভাই ও বন্ধুরা,
আমরা এই চ্যালেনে কেবলি আমার চাষ পদ্ধতি র কৌশল গুলি ভিডিও করে থাকি,আমার সামান্য অভিগতা থেকে। অনন্যে কোনো চাষী ভায়ের সাথে আমার চাষ পদ্বতির কৌশলটি একই নাও, হতে পারে। কারণ আমি মনে করি, চাষ আবাদ সৃজনশীল কাজ আর ছোট বেলা থেকে সৃজনশীল কাজ করতে পচন্দ করি সেই জন্য আমি চ্যালেন করেছি।অনেক ভাই আমাকে ফোন দেয় পরামর্শ চাই আসলে ভাই খেজুর চাষ আবাদের বিষয় তেমন কোনো অভিগতা আমার নাই? কেবলি আমার চাষ পদ্বতির কৌশল গুলি ভিডিও বানাই। আমার খেজুর চাষের পদ্ধতি যদি কোনো ভায়ের ভালো লাগে এবং আমার নিকট চারা নিবে কেবলি তাদের পরামশ দিয়ে থাকি। গাছের অবস্থা, মাটির অবস্হা, সার প্রয়োগের পরিমান, মাটির আদ্রতার পরিমান না জেনে কোনো ভাবে পরামর্শ দিতে পারবো না।
খেজুর চাষ আমাদের দেশের জন্যে অনেকটা সম্ভাবনাময় ফসলও অনেক লাভজনক। আমি যখন খেজুর গাছে চারা রোপন করি,তখন বেশি ভাগ কাছে মানুষগুলো বলে না খেজুর হবে না। তারপর গাছে ফুল হয় ফল হয় আমি আমার কাছের মানুষদের খেজুর খাওয়ার দাওয়াত দিয়েছি তারা খাওয়ার পর বলে অনেক ভালো হয়েছে।এ বিষয়টা লিখলাম কারণ আপনি হয় তো বা খেজুর বাগান করবেন চিন্তা করছেন, এমন সময় কেউ যদি বলে আমাদের দেশে খেজুর হবে না। তখন আপনি কি করবেন?
এক কথায় আমাদের দেশে খেজুর হবে যদি সঠিক চাষ পদ্ধতি ও পরিচযা জানা থাকে। গত কয়েক বছর যাবৎত আমার বাগানে খেজুর পেয়েছি।
জমি নিবাচন- যে জমিতে বৃষ্টির পানি জমে থাকে না। খেজুর চাষের জন্য মাটি কোনো বিষয় না যেকোনো মাটিতে হবে? আমার বাগানে কয়েক রকম মাটি আছে এবং শুধু মাটি কোনো প্রকার বালি, পাথর,ইটের গুড়া দেওয়া হয়নি। মাটির পিএইস সম্পূকে একটু ধারনা থাকলে হবে।
চারা নিবাচন- বীজ থেকে চারা, শাখা চারা,ছোট খেজুর ধরা গাছ ও টিস্যু কালচার চারা । তবে সব থেকে উত্তম শাখা চারা বা অফশুট চারা। বীজের চারা নারী ও পুরুষ গাছের বিষয় আছে আর টিস্যু ক্যালচার চারা আমার জানা মতে,আমাদের দেশে পাওয়া যায় না। চারা কেনার সময় জেনে বুঝে চারা নিবেন।
আমি কম দামে বীজ থেকে চারা ও অফশুট চারা সারা দেশে দিয়ে থাকি। সে সাথে আমার চাষ পদ্ধতির কৌশলটি দিয়ে থাকি।
চারার পরিমান- ১হেক্টর জমিতে ১২০-১২৫টি গাছ।
সার- আমি বছরে দুইবার দিয়ে থাকি একবার ফল সংগ্রহ করার পরেও ফুল আসার আগে।
পরাগায়ন- খেজুর গাছের পরাগায়ন কয়েক ভাবে করা যায়। আমি টাটকা বা তাজা পুরুষ ফুল দিয়ে করে থাকি।
রোগবালাই - খেজুর গাছে অনেক রকম রোগ বালাই আছে। কিছু কিছু রোগ মেডিসিনে স্প্রে করলে ভালো হয়আর কিছু অজানা রোগ আছে যে রোগের সঠিক কোনো চিকিৎসা আমার জানা নাই এবং এখন পযন্ত অজানা রোগে প্রতিষেধক আবিস্কার হয়নি।এ রোগ গুলির নাম বিজ্ঞানীরা অজানা রোগ বলছে।
পোকা- গন্ডার পোকা বড় শক্র, সাদা পোকাএবং এছাড়া আরও অনেক রকম পোকার আক্রমন করতে পারে।
আসলে খেজুর চাষ আবাদ নিয়ে বনণা করলে অনেক বড় পান্ডুলিপি হবে তাই ছোট করে লিখছি। কোনো ভুল হলে? খ্মার দৃষ্টিতে দেখবেন। ছোট ভাই, বন্ধু মনে করবেন।
বীজের চারা সকল বয়সের, শাখা চারা বা অফশুট চারা ও খেজুর ধরা গাছ কম দামে সারা দেশে কুরিয়ারের মাধ্যমে এবং বাগান থেকে দিয়ে থাকি। কেবলি চারা নিতে চাইলে ফোন দিবেন।
বরেন্দ্রভূমিতে সৌদির
খেজুর বাগান ও নার্সারী।
মোঃ ওবাইদুল ইসলাম রুবেল
ভেরেন্ডী,নাচোল, চাপাই নবাবগঞ্জ,রাজশাহী।
ফোন-01704453683 অথবা 01786334784(ইমো)।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: