বেইলি ব্রীজটির পায়ে চলাচলের অংশে বেশ কয়েকটি জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
Автор: JANATAR BARTA
Загружено: 2024-04-24
Просмотров: 37
Описание:
গোমতী নদীর উপর বেইলি ব্রীজটি ঝুঁকিপূর্ণ অবস্থায়! সারাইয়ের উদ্যোগ নেই!!
উদয়পুর প্রতিনিধ:
উদয়পুর সেন্ট্রাল রোড ও পূর্ব গকুল পুরের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে বেইলি ব্রীজটির পায়ে চলাচলের অংশে বেশ কয়েকটি জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। লোহার পাতের তৈরি ব্রিজের চলাচলের অংশে বেশ কয়েকটি বড় বড় ছিদ্র হয়ে রয়েছে। লোহার পাত খুলে রয়েছে। যেকোনো সময় জরাজীর্ণ লোহার পাত ভেঙে বাইক সহ নদীর জলে পরতে পারেন যে কেউ!
ইতিমধ্যে রাতের অন্ধকারে চলাচল করতে গিয়ে বেশ কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়েছেন বলেও স্থানীয়দের বক্তব্যে উঠে এসেছে। এই বেইলি ব্রীজটি উত্তর অংশে পূর্ব ও বিজ্ঞান কেন্দ্র ।গকুলপুর দক্ষিণ অংশে উদয়পুর সেন্ট্রাল রোড এবং বাজার। প্রায় প্রত্যেকদিন স্কুল ছাত্রছাত্রীরা বিজ্ঞান কেন্দ্রে ভ্রমণ করতে যায়। ফলে ঝুঁকি আরো বেড়ে যায়। কিন্তু বেশ কিছুদিন ধরেই এই বেইলি ব্রিজটির বেশ কয়েকটি অংশে বড় আকারে ছিদ্র তৈরি হয়ে রয়েছে। এই ছিদ্র এতটাই বড় যে যে কোন সময় ছোট শিশু বা ছোট স্কুল ছাত্র ছাত্রী পা ফসকে গোমতির জলে গিয়ে পড়তে পারে! প্রচন্ডভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে পথচারীরা । এর মধ্যে কয়েকজন রাতের অন্ধকারে চলতে গিয়ে কম বেশি চোট পেয়েছেন। স্থানীয়দের দাবি দ্রুত যদি ভাঙ্গা অংশগুলি সারাই এর ব্যবস্থা না করা হয় তাহলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
এ বিষয়ে গোমতি জেলা সভাধিপতি দেবল দেবরায়কে জিজ্ঞাসা করা হলে তিনি সমস্যাটি এবং স্থানীয়দের দাবির যৌক্তিকতা স্বীকার করেছেন। এবং জানিয়েছেন তিনি জেলা প্রশাসন এবং স্থানীয় বিধায়ক প্রণজিৎ সিংহ রায়ের সঙ্গে কথা বলে কত দ্রুত তার সমাধান করা যায় পদক্ষেপ গ্রহণ করবেন। এবং তিনি নিজেও ব্রিজের ভাঙ্গা অংশটি দেখে এসেছেন বলে জানিয়েছেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: