আবু ত্বহা মুহাম্মদ আদনানের সংক্ষিপ্ত জীবনী || A brief biography of Abu Taha Muhammad Adnan ||
Автор: MOTIVATION ELIYAS
Загружено: 2022-10-07
Просмотров: 23
Описание:
আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত মনীষীদের জীবনী এবং ইসলামিক ভিডিও আপলোড করা হয়। ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য।
Background video Creadit :--
https://www.pexels.com/collections/dr...
Background music Creadit :--
/ islamicaudiolibrary-free
Background music Creadit:--
/ islamicmusic
আবু ত্বহা মুহাম্মদ আদনান এর জীবনী।
কে আবু ত্বহা আদনান? আবু ত্বহা আদনানের
পরিচয় কি। ভূ-রাজনৈতিক বিষয়, দাজ্জাল ও
বর্তমান বিশ্ব ব্যবস্হা নিয়ে কে বেশি আলোচনা
করেন, কে এসব বিষয় নিয়ে কথা বলেন?
যদি এরকম প্রশ্ন করা হয়। তাহলে সবাই একস্বরে
বলবে আবু ত্বহা আদনান। আবু ত্বহা আদনান
কে? হ্যা! বন্ধুরা আমরা জনপ্রিয় এই ইসলামিক
স্কলারকে নিয়ে আলোচনা করব।
আবু ত্বহা আদনানের পরিচয় ও জন্ম
বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামি স্কলারদের মধ্যে অন্যতম আবু ত্বহা মুহাম্মাদ আদনান। মূলত স্পষ্ট কথা বলার ভঙ্গিমা ও সমসাময়িক বিষয়ে কথা বলার জন্য তিতি জনপ্রিয়। কিন্তু তিনি সবার কাছে আবু ত্বহা আদনান নামে পরিচিত। তিনি রংপুর জেলায় জন্ম গ্রহণ করেন।
আবু ত্বহা আদনানের বাবা ও মা।
আবু ত্বহা আদনানের গর্বিত পিতা হলেন রফিকুল ইসলাম এবং মাতা হলেন আজেফা বেগম। তিনি তার বাবার মূত্যুর পর নানার বাড়িতে লালিত পালিত হন।
আবু ত্বহা আদনানের শিক্ষাজীবন।
আবু ত্বহা আদনান ক্রিকেট বেশ ভালোবাসতেন। ভালো ক্রিকেটার হিসেবে রংপুরে তার খ্যাতি ছিল। আবু ত্বহা আদনান রংপুর লয়েন্স স্কুল এন্ড কলেজে লেখাপড়া করেন। কলেজের গন্ডি পেরিয়ে তিনি ভর্তি হন রংপুর কারমাইকেল কলেজে। সেখানে তিনি দর্শনের উপর অনার্স, মাস্টার্স কম্পিট করেন।
দর্শন নিয়ে পড়ার সময় থেকে তিনি ইসলামকে ভালবাসতে শুরু করেন। ইসলামের প্রতি তার ঝুক দিনদিন বাড়তে থাকে। তিনি ইসলামি বই প্রচুর পড়তে ও গবেষণা করেন। দর্শনের স্নাতকোত্তর শেষ করে তিনি বাড়ির পাশে “আল জামেয়া আস সালাফিয়া মাদরাসায়” ভর্তি হন। তাছাড়া তিনি অনলাইনে বিভিন্ন ইসলামিক কোর্স করেন।
আবু ত্বহা আদনানের স্ত্রী।
আবু ত্বহা আদনান দুই বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী “হাবিবা নূর”। তিনি রংপুরে থাকেন।
আর ২য় স্ত্রী হলেন সাবিকুন নাহার সারা। তিনি ঢাকায় থাকেন। তিনি ঢাকার একটি মহিলা মাদরাসার পরিচালিকা।
আবু ত্বহা আদনানের ছেলেমেয়ে।
আবু ত্বহা আদনানের দুইজন সন্তানের বাবা। একজন ছেলে আর অপরজন মেয়ে।
ক্রিকেটার থেকে জনপ্রিয় বক্তা।
ক্রিকেটার থেকে জনপ্রিয় বক্তায় পরিণত হন আবু ত্বহা আদনান। ক্রিকেটার থেকেও তিনি অনেক জনপ্রিয় হয়ে উটেছেন তিনি। ক্রিকেটার হলে হয়ত তিনি আড়ালে থেকে যেতেন।
আবু ত্বহা আদনান ২০১৮ সালে আলকিত জ্ঞানী প্রতিযোগিতায় অংশ নেন। তার একাধিক প্রতিভা রয়েছে – তিনি তার প্রতিভার স্বাক্ষর রাখেন আলোকিত জ্ঞানীর ২০১৮ সালের ইভেন্টে। তিনি সবাইকে তাক লাগিয়ে সে বছর আলোকিত জ্ঞানী চ্যাম্পিয়ান হন।
আবু ত্বহা আদনানের কর্মজীবন।
আবু ত্বহা আদনান একজন ইসলামি বক্তা। তিনি বিভিন্ন মাহফিলে আলোচনা করে থাকেন। তাছাড়া বিভিন্ন মসজিদে জুমার খুতবা দিয়ে থাকেন।
তিনি তসর এলাকায় একটি স্কুল প্রতিষ্টা করেছেন। তিনি এটা পরিচালনা করেন। প্রতিষ্টানটিতে জেনারেল লাইনের পড়ালেখা পাশাপাশি ইসলামি শিক্ষা প্রদান করা হয়।
আবু ত্বহার আদনানের বয়স।
তার বয়স ৩২ বছর
আবু ত্বহা আদনানের উচ্চতা।
৫.৪ ইঞ্চি
#motivation#eliyas
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: