নওগাঁর সুমিষ্ট আম পাড়া শুরু
Автор: BD ONE TV
Загружено: 2019-05-24
Просмотров: 96
Описание:
“ফলের রাজা আম, আমের রাজা পোরশা” শ্লোগানকে সামনে রেখে চলতি মৌসুমে নওগাঁর পোরশায় গোপালভোগ জাতের আম সংগ্রহের মাধ্যমে নওগাঁয় আম নামানোর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় বড় মাদ্রাসার পাশের আম বাগানে এর উদ্বোধন করেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আম সংগ্রহের উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার পোরশার আম অধিকতর নিরাপদ এবং এই আমকে সারা বাংলাদেশে ব্যাপক পরিচিতি করার জন্য সকলের প্রতি আহবান জানান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, খাদ্যকর্মকর্তা শওকত জামিল প্রধান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই, পোরশা আম সমিতির সভাপতি আব্দুস সামাদ শাহ্, সম্পাদক মোস্তফা শাহ, বাহারী বাজার অনলাইন আম ব্যাবসায়ী মাসুদ পারভেজ, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম রইচ উদ্দিন সহ আম ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া একই সময়ে জেলার সাপাহার ,নিয়ামতপুরসহ ১১ উপজেলায় আম নামানো শুরু করেন বাগান মালিকরা। প্রথম পর্যায়ে আজ গোপাল ভোগ নামানো হয়েছে । এবার জেলায় অনুকুল আবহাওয়ায় আমের ভাল ফলন আশা করছে বাগান মালিকরা । এবার জেলায় সাড়ে ১৮ হাজার হেক্টর জমির বাগান থেকে ৩ লাখ মেট্রিক টন আমের ফলণ আশা করছে কৃষি বিভাগ ।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজিত কুমার মল্লিক বলেন, এবার ভাল ফলন হওয়ায় এ জেলা থেকে প্রায় ৩ শ কোটি টাকার আমের কেনাবেচা হবে । এ ক্ষেত্রে নায্য দাম নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনের নজরদারী দাবি করছেন সাপাহারের বাগান মালিক আতাউর রহমানসহ অন্যান্য আম ব্যবসায়ীরা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: