নরসিংদীর জেলা কারাগার থেকে পলাতক জঙ্গি সদস্যকে গ্রেফতার
Автор: RBDtvNews
Загружено: 2024-07-28
Просмотров: 579
Описание:
#ডাকাত #গ্রেপ্তার#নরসিংদী #bangladesh #প্রধানমন্ত্রী #মনোনয়ন #আওয়ামীলীগ #বাংলাদেশ #শেখহাসিনা #আন্তর্জাতিক #জাতীয়_সংসদ #জাতীয় #rbdtvnews #নির্বাচন#ছাত্রলীগ #নরসিংদীর #ঐতিহাসিক #কাবুল #শাহ #রঃ #মাজার প্রাঙ্গনে #বাউল #শিল্পী #সামিরা #দেওয়ান #গান #পরিবেশনা
#bangladesh #Prime Minister #Nomination #AwameeLeague #Bangladesh #Sheikhhasina #International #National_Parliament #National #RBDTVNews #
নরসিংদীর জেলা কারাগার থেকে পলাতক জঙ্গি সদস্যকে গ্রেফতার করছে ডিবি পুলিশ
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাঙচুর,অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৮২৬ জন পালিয়ে যাওয়া আসামির মধ্যে ছিনিয়ে নেওয়া ৯ জঙ্গির মধ্যে জুয়েল ভূঁইয়া (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে উপ পরিদর্শক নঈমুল ইসলাম মোস্তাক গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার বরুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা কারাগার থেকে পলাতক আনসার আল ইসলামের সক্রিয় জঙ্গি সদস্য জুয়েল ভূঁইয়া। শুক্রবার সকালে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃত জঙ্গি জুয়েল ভূঁইয়া শিবপুর উপজেলার কাজিরচর গ্রামের মো. আবুল ভূঁইয়ার ছেলে। পুলিশ সুপার বলেন, নরসিংদী জেলা কারাগার থেকে ৮৫টি আগ্নেয়াস্ত্র ও আট হাজারের অধিক গুলি লুট হয়। লুট হওয়া অস্ত্রের মধ্যে ২০টি চায়না রাইফেল, ১৫টি রাইফেল এবং ১০টি শর্টগানসহ এ পর্যন্ত ৪৫টি অস্ত্র,এক হাজার ৯১টি গুলি, ২২৭টি গুলির খোসা, ২০টি ম্যাগজিন ও ১০টি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কারাগারে হামলার ঘটনায় দুটি মামলাসহ পৃথক ১১টি মামলায় ১৮৪ জনকে গ্রেফতার করেছেন পুলিশ। ইতোমধ্যে লুটকৃত অস্ত্রের সন্ধান দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে জানান তিনি। এ পর্যন্ত আইনজীবী সমিতি এবং জেলা পুলিশের সহায়তায় পালিয়ে যাওয়া ৪৮১ জন কয়েদি আত্মসমর্পণ করেছেন। তাদের গাজীপুরের হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয়েছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: