যমুনা নদী শাসনে গৃহীত প্রকল্প বাস্তবায়ন করতে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি সারিয়াকান্দি পর্যবেক্ষণ
Автор: Sariakandi news
Загружено: 2023-10-09
Просмотров: 77
Описание:
যমুনা নদী শাসনে গৃহীত প্রকল্প বাস্তবায়ন করতে
বিশ্ব ব্যাংকের প্রতিনিধি বগুড়ার সারিয়াকান্দি পর্যবেক্ষণ
বগুড়ার সারিয়াকান্দি ও সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন সেলক্ষ্যে ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ ও ভূটানের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ্ শেখ । সোমবার সকালে নদী ভাঙ্গন রোধ এবং বন্যা নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ডের গৃহীত বিভিন্ন প্রকল্প, কার্যক্রম পরিদর্শন করেন। উপজেলা কালিতলা গ্রোয়েন বাঁধ পরিদর্শনকালে তিনি বলেন, যমুনা একটি বিশাল নদী। নদী শাসনে গৃহীত প্রকল্প গুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে হবে। জনপদ রক্ষায় গৃহীত প্রকল্প বাস্তবায়নে বিশ্ব ব্যাংক সবসময় সাথে থাকবে। সে সময় উপস্থিত ছিলেন, বিশ্ব ব্যাংকের অপারেশন্স ম্যানেজার গাইলি মার্টিন, ফ্রাকটিস ম্যানেজার গালইয়ানি, লীড ইরিগেশন স্পেশালিষ্ট জব স্টটজেসডিজেক, প্রোগ্রাম লীডার গিয়ংসিম এন, সিনিয়র ওয়াটার স্পেশালিস্ট এটিএম খালেদুজ্জামান, ন্যাদারল্যান্ড এ্যামবিসির মিটজি কাইলিন, সিবলি সাদিক, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, এতে আরো উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান , সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কালিতলা গ্রোয়েন বাঁধে বৃক্ষ রোপন করেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: