যারা বিলের বিরোধিতা করছে তারা বাঙালি বিরোধী :দিলীপ ঘোষ ||12122019||ANMNEWS
Автор: ANM NEWS
Загружено: 2019-12-12
Просмотров: 11
Описание: নিজস্ব সংবাদদাতা ,এএনএম নিউজ : লোকসভা এবং রাজসভায় পাস হয়েছে নাগরিকত্ত্ব সংশোধনী বিল।আসামে এই বিলের তীব্র বিরোধিতা হচ্ছে ,তার সাথে বাংলায়ও তৃণমূল বাম কংগ্রেস সকলেই তীব্র বিরোধিতা করছে।এবার তাদের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তিনি বলেন অখণ্ড ভারতের হয়ে জীবন বলিদান দিয়েছিলেন শ্যামা প্রসাদ মুখার্জী।বিভাজনের জেরে হাজার হাজার হিন্দু পরিবার উদ্বাস্তু হয়ে পূর্ব বাংলা থেকে এই বাংলায় চলে এসেছিলেন। তাদের কোনো নাগরিকত্ত্ব ছিল না। তারা ভারতের নাগরিক হওয়ার স্বপ্ন দেখতেন। বিল পাস হওয়ায় হাজার হাজার উদ্বাস্তুর বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে। শ্যামা প্রসাদ মুখার্জী এই উদ্বাস্তুদের নাগরিকত্ত্ব দেওয়ার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন তার উত্তরসূরি নরেন্দ্র মোদী পূরণ করেছে।যারা এই বিলের যারা বিরোধিতা করছে তারা বাঙালি বিরোধী।তাদের আসল রূপ বেরিয়ে পড়েছে।রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে রীতিমতন ক্ষোভ উগরে দিলেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: