Medical Representative-দের জন্য প্রোডাক্ট নলেজ-এর এতো গুরুত্ব কেন
Автор: The Pharma 360
Загружено: 2024-08-27
Просмотров: 159
Описание:
ফার্মাসিটিক্যাল সেলস প্রফেশনে যদি আপনি নিয়োজিত থেকে থাকেন অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে যদি কাজ করে থাকেন তাহলে আপনার মূল কাজ হয় ঔষধ কেন্দ্রিক।
এই ঔষধ নিয়েই আপনার প্রফেশন; ঔষধ নিয়েই আপনার জব; ঔষধ নিয়েই আপনার ক্যারিয়ার অর্থাৎ ঔষধ-ই আপনার ভবিষ্যৎ। সুতরাং আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারকে উজ্জ্বল করতে ঔষধের সমস্ত তথ্য যেমনঃ ঔষধটি কোন থেরাপেউটিক গ্রুপের, কীভাবে কাজ করে, কোন রোগের ক্ষেত্রে দেওয়া হয়, কত মাত্রায় দেওয়া হয়, কোন ক্ষেত্রে দেওয়া যায় না, প্রেগনেন্সিতে কতটা নিরাপদ ইত্যাদি।
আপনি ফার্মা কোম্পানিতে যদি নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে কাজ করেন তবে আপনার জানার পরিধি সংকোচিত হবে এবং ক্যারিয়ারও ছোট হবে। কারণ আপনি আজ যে কোম্পানিতে কাজ করছেন আগামীকাল হয়তো অন্য কোম্পানিতে যেতে হতে পারে। সেখানে হয়তো সব থেরাপিউটিক গ্রুপের ওষুধ নিয়ে কাজ করতে হতে পারে। সেজন্য সব ধরনের ঔষধের সার্বিক তথ্যগুলো প্রোডাক্ট নলেজ হিসেবে আপনার কাছে থাকতে হবে। যদি রাখতে পারেন তবে আপনার ক্যারিয়ারটা অনেক বেশি সচল থাকবে এবং আপনার যথাযথ মূল্যায়ন আপনি নিজেই দেখতে পাবেন।
#DrugIndex #Drug #DrugKnowledge #MPO #Medical #MedicalBook #MedicalOfficer #pharmaceuticals #pharmaceuticalindustry #pharmaceuticaljobs#Product #ProductKnowledge #medicalrepresentative #MedicalEquipment #MedicalPerson
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: