পুকুরে ভাংগন মাছের চাষ বাড়তি ফসল বাড়তি লাভ (Got More Profit by Culturing Vhangon Fish in pond)
Автор: AABD64
Загружено: 2022-10-18
Просмотров: 16397
Описание:
পুকুরে ভাংগন মাছের চাষ বাড়তি ফসল বাড়তি লাভ (Got More Profit by Culturing Vhangon Fish in pond)
#Vhangon #ভাংগনমাছচাষ #ভাংগনমাছ_চাষ_পদ্ধতি #ভাংগনচাষপদ্ধতি
ইউটিউবে হাজারো ভূল তথ্য প্রচারণার মধ্যে সঠিক তথ্য প্রচারে অঙ্গিকারা বদ্ধ
আজকের অতিথি
জনাব মোঃ ইসহাক আলী
উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা
চিংড়ি প্রদর্শনী কেন্দ্র, এল্লারচর
সাতক্ষীরা
মোবাইল # ০১৭২২৪৬৮০৯৩
★★★ সু-প্রিয় দর্শক ভিডিওটি আপানার ভাল লাগলে অনুগ্রহ করে লাইক দিবেন ★★★ সু-প্রিয় দর্শক আশা করি ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত যা আমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবে। ★★★ নিয়মিত মাছচাষ বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকোনটিকে ক্লিক করুন যাতে আমাদের আপলোডকৃত ভিডিওর বিষয়ে নোঠিশ পেতে পারেন। ★★★ চ্যানেলের সাথে যারা যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ★★★ উপস্থাপিত তথ্য আপনার মাছচাষে কিঞ্চিত ইতি বাচক ভূমিকা রাখলে আমাদের প্রচেষ্টা সর্থক হবে।
My FB Page : / tofazahamed64
এচ্যানেলে ৯০ টির অধিক মাছচাষের বিভিন্ন প্রযুক্তির ওপর ভিডিও আছে প্লে-লিস্টে গিয়ে পছন্দমত ভিডিও দেখতে পারেন।
চ্যানেলের যে কোন ভিডিও দেখতে এ লিং এ ক্লিক করুন / aabd64 .
এ চ্যানেলে প্রধানত মাছচাষের বিভন্ন আধুনিক পদ্ধতি নিয়ে দর্শকদের জন্য ভিডিও তৈরি করে থাকে। মাছচাষ পদ্ধতিতে প্রতি নিয়ত পরিবর্তন ঘটছে। পরিবর্তনের এ ধারা বা নতুন বিষয়গুলোকেই অগ্রাধিকার দিয়ে এ চ্যানেলে প্রচার করা হয়ে থাকে। ইতোমধ্যে দর্শক মহলে বেশ সাড়া জাগাতে সক্ষম হয়েছে এবং মাছচাষে জড়িত ব্যাক্তিবর্গ থেকে প্রতিদিনিই মাছচাষ বিষয়ে নানা ধরনের প্রশ্ন কমেন্ট বক্সে করছেন আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে যথাযথ তথ্য উপাত্তসহকারে সে সব প্রশ্নের উত্তর দেয়ার চেস্টা করে থাকি। কারো মাছচাষের সফলতার থেকে মাছচাষের খুটি নাটি বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ভিডিও তৈরি করা হয় খুবই সহজ বোদ্ধ করে। একজন নতুন মাছচাষি কিভাবে মাছচাষে যুক্ত হয়ে সফলতা লাভ করবে তার সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা হয়ে থাকে।
ভাঙ্গন মাছের প্রাচুর্য্যতা হ্রাসের কারণ
Mugiidae পরিবারের মাছগুলি গ্রীষ্মমন্ডলীয় (Tropical) এবং উষ্ণ নাতিশীতোষ্ণ মোহনার প্রধান বাণিজ্যিক সম্পদের প্রতিনিধিত্ব করে। খাদ্য জালে (Food Chain) তাদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। অতীতে ভারতীয় উপক‚ল বরাবর প্রায় সমস্ত মোহনায় গঁমরষরফধব পরিবারের মাছগুলির সর্বাধিক প্রাচুর্য্যতা ছিল এবং এ মাছগুলি স্থানীয় মাছচাষের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রজাতি হিসেবে বিবেচিত হত। দুর্ভাগ্যবশত, কৃষি এবং উজানের শিল্প কারখানা থেকে ক্রমাগত দূষণ, অধিক পরিমানে মৎস্য আহরণ, লেগুন ও লোনাপানির জলাশয় গুলি ভরাট হওয়ার কারণে মুগিলিডের অবস্থা এখন ভঙ্গুর। গঁমরষ পবঢ়যধষঁং প্রজাতি এখন বিপন্ন ও বিরল হয়ে পড়েছে। যেহেতু এই প্রজাতির মাছের বাজার চাহিদা এবং বানিজ্যিক মূল্য রয়েছে তাই এ মাছটি চাষের আওতায় আনা হলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে অন্যদিকে দেশ অর্থনৈতিক ভাবে লাভবান হবে।
ভাঙ্গন মাছের পরিচিতি
বাংলা ভাঙ্গন মাছের বৈজ্ঞানিক নাম গঁমরষ পবঢ়যধষঁং আর ইংরেজীতে এ মাছকে ঋষধঃযবধফ মৎবু সঁষষবঃ/ ঝঃৎরঢ়বফ সঁষষবঃ কখনও ইষধপশ সঁষষবঃ কখনও বা ঝবধ সঁষষবঃ বলা হয়।
ক্স এটি মুগিলিডি পরিবারের অর্ন্তভুক্ত এবং গঁমরষ গনের ১৩(তের) প্রজাতির মাছের মধ্যে একটি মাছ (প্রজাতি- পবঢ়যধষঁং ) যা বানিজ্যিক ভাবেও গুরত্বপূর্ণ।
ক্স এদের দেহে মোট সাতটি পাখনা রয়েছে যার মধ্যে পৃষ্ঠ পাখনা(Dorsal fin) ০২টি, বক্ষ পাখনা(Pectoral fin) ০২টি, পায়ু পাখনা(Anul Fin) ০২টি এবং পুচ্ছ পাখনা (Caudal Fin) ০১টি। এদের বিশেষ বৈশিষ্ট্য হলো এদের দেহে ৫টি Dorsal Spine (পৃষ্ঠীয় কাঁটা), ৭-৯টি Dorsal Fin Ray (পৃষ্ঠীয় নরম রশ্মি),
ভাঙ্গন মাছের ভৌগলিক অবস্থান
বিশে^র গ্রীষ্মমন্ডলীয় এবং উপকূলীয় অঞ্চলের উপক‚লীয় জলসীমায়। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে ক্যালিফোর্নিয়া থেকে চিলি পর্যন্ত, প্রশান্ত মহাসাগরের পশ্চিমাাঞ্চলে জাপান থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত, আটলান্টিক মহাসাগরের পশ্চিমাাঞ্চলে কানাডা খেকে ব্রাজিল পর্যন্ত, ভারত মহাসাগরের পশ্চিমাাঞ্চলে ভারত থেকে দক্ষিন আফ্রিকা পর্যন্ত ভাঙ্গন মাছের বিস্তৃত বিচরণ ভুমি। এশয়িায় (দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব)এরা ভারত মহাসাগর ও তৎসংলগ্ন (ইন্দোনশেয়িা, ফলিপিাইন, মালয়শেয়িা এবং শ্রীলঙ্কা ) উপকূলীয় মোহনা, খাড়ি অঞ্চলে এবং প্যারাবনরে জলাশয়ে এ মাছ পাওয়া যায়। বাংলাদেশে এ মাছ প্রধানত কর্ণফুলি, মাতামহুরী ও নাফ নদী মোহনায় এবং দক্ষনিাঞ্চলে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় নদ-নদীতে এ সুস্বাদু মাছটি প্রচুর পরমিাণে পাওয়া যায়। ভাঙ্গন মাছ সাধারণত মোহনা এবং লোনা পানরি পরবিশেকে তাদরে র্নাসারি গ্রাউন্ড ও খাদ্যরে উৎস হসিাবে ব্যবহার কর।
ভাংগন বা ভাংগন বাটা মাছ উপকূলীয় নদীতে বাস করে। আকারে বেশ বড় হয়। ১-১.৫ কেজি আকারের মাছ বাজারে কিনতে পাওয়া যায়। বর্ষা মৌসূমে সুন্দর বন এলাকায় ডিম দেয় এবং সেখানেই বাচ্ছা বড় হয়। বর্তমান সময়ে এ মাছ স্বাদুপানির পুকুর , বাগদার ঘেরে এবং খালে চাষ হচ্ছে। বাজারে এ মাছের ব্যাপক চাহিদা। রুই জাতীয় মাছের মত দেখতে হলেও এ মাছের দাম রুই জাতীয় মাছের থেকে অনেক বেশি। পুকুরে সাধারণ খাবার (অটোকুড়া, গমের ভূষি, ডিওআরবি) খেয়ে এ মাছ বড় হয়। তবে গুলশা-পাবদার ভাসমান দানাদার খাবার দিলে দ্রুত বড় হয়। তেলাপিয়ার মত এরা ভাসমান খাবার দলবদ্ধভাবে দ্রুত খায়। এ মাছ জলজ আগাছা যেমন নাজাস বা কাটা শাওলা খেতে পছন্দ করে। এ মাছের বাচ্ছা এখানও হ্যাচারিতে উৎপাদিত হয় না। এ জন্য অধিক দামে উপকূলীয় নদী থেকে সংগ্রহ করতে হয়। ছোট পোনা পরিবহন ভাল। বড় পোনা পরিবহনে মৃত্যুহার বেশী। পুকুরের পানি গাড় সবুজ যাতে না হয় সেদিখে খেয়াল রাখতে হবে। পরিস্কার পানি এদের পছন্দ। অক্সিজেন অভাব সহ্য ক্ষমতা কম। সাধারণত তেমন কোন রোগ এদের হয় না। পুকুরে ঘন ম্যাশের জাল দিতে হবে অন্যথায় জালের ফাশে গিলিং হয়ে যায়। মাছ ধরার সাথে সাথে বাজারে দিতে হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: