জরায়ুর গঠনগত ত্রুটির কারণে বাচ্চা নিতে যেসব সমস্যা হয় I SHAPE OF UTERUS CAN EFFECT ON PREGNANCY
Автор: Prescription TV
Загружено: 2020-01-19
Просмотров: 50845
Описание:
জরায়ুর গঠনগত ত্রুটির কারণে বাচ্চা নিতে যেসব সমস্যা হয়
জরায়ুর গঠনগত ত্রুটি বৈচিত্রের ফলে কি কি সমস্যা দেখা দেয়।
সন্তান ধারনে সমস্যার নানাদিক নিয়েইতো ডাক্তারের শরনাপন্ন হন প্যাসেন্ট। আসলে সমস্যাতেই প্রকাশ পায় কি জরায়ুর গঠনগত ত্রুটি গুলো।
জরায়ুর গঠনগত ত্রুটির কারনে বিভিন্নরকম রক্তস্রাব ও অনিয়মিত ঋতুচক্র হতে পারে। এরমধ্যে তলপেটে, কোমরে ব্যথা, সাদাস্রাব ও মাসিক না হওয়ার সমস্যা প্রকাশ পেতে পারে।
কারও কারও ঋতুচক্র হতে সমস্যা হয়। এমনকি বন্ধাত্বের সমস্যাও দেখা দেয়।
অনেক সময় নারীর জরায়ুর মুখ বন্ধ থাকে, এ অবস্হায় সমস্যা দেখা দেয়।
জরায়ুর মুখ বন্ধ হলে সার্ভাইক্যাল অ্যাট্রেশিয়া হতে পারে।
জরায়ুতে গঠনগত ত্রুটি বা সমস্যা থাকার পরেও কি নারী গর্ভধারন করতে পারেন।
তবে সেক্ষেত্রে গর্ভস্থ ভ্রুন বা বেড়ে উঠতে থাকা শিশুর প্রিম্যাচিওর বার্থ হতে পারে জরায়ুর ত্রুটি থাকলে।
জরায়ুর ত্রুটির কারনে ভ্রূণের বৃদ্ধি খুব ধীরে ধীরে হয়। সময়ের আগেই প্রি- টার্ম বেবির জন্ম হতে পারে। তবে মিসক্যারেজের সম্ভাবনা অনেক বেশি থাকে এক্ষেত্রে।
আবার জরায়ুর গঠনজনিত ত্রুটির কারনে অনেক সময় গর্ভাবস্থায় সন্তানের অবস্থান বদলে যেতে পারে। আরেকটি কথা অবশ্যই মনে রাখতে হবে- যেসব সন্তান সম্ভাবা মায়ের জরায়ুর গঠনগত ত্রুটি ধরা পরেছে বা জানা গেছে - তাদের বেলায় সিজার করে সন্তান প্রসবই একমাত্র উপায়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: