তারিণী খুড়ো | অতৃপ্ত আত্মার কাহিনি | Horror Story
Автор: Suspense Story
Загружено: 2025-10-11
Просмотров: 51
Описание:
আজকালকার বাচ্চারা টিভি আর মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। কই, আমাদের ছোটবেলায় তো এমন ছিল না! আমরা তো বিকেল হলেই তারিণী খুড়োর বাড়িতে ভিড় করতাম। খুড়োও যেন আমাদের জন্যই অপেক্ষা করে থাকতেন। ইজিচেয়ারে হেলান দিয়ে, চশমার ফাঁক দিয়ে একবার আমাদের দেখে নিতেন। তারপর শুরু হতো গল্পের আসর। আজ খুড়ো যে গল্পটা শোনালেন, সেটা শুনে আমাদের সবারই গলা শুকিয়ে কাঠ। খুড়োর গল্প বলার ধরনটাই এমন, যেন সব কিছু আমাদের চোখের সামনে ঘটছে।
"তোরা তো আজকাল ভূত বলতে সিনেমা বা টিভির ভুতই চিনিস। যে ভুতের গায়ে সাদা চাদর জড়ানো থাকে আর চোখ দুটো জ্বলজ্বল করে। আর সেই ভূত হয়তো খিলখিল করে হাসে, বা লম্বা দাঁত বের করে ভয় দেখায়। কিন্তু আমি যে ভূতের কথা বলব, সে ভূত ছিল অন্যরকম। সে ভূত ছিল একেবারে হাড়ে হাড়ে টের পাওয়া, তার উপস্থিতি ছিল এতটাই গা ছমছমে যে আজও সেই রাতের কথা ভাবলে আমার লোমকূপ খাড়া হয়ে যায়। আজও সেই রাতের হিমশীতল অনুভূতি আমার হাড়ের ভেতরে জমে আছে বলে মনে হয়। জানিস তো, তখন আমি সবে কলেজে ঢুকছি, সবে গোঁফ উঠতে শুরু করেছে। সেই সময়টা ছিল শীতের ছুটি, ডিসেম্বরের মাঝামাঝি হবে হয়তো, হাড় কাঁপানো ঠান্ডা পড়ছিল। আমাদের গ্রামের বাড়ি তোরা অনেকেই দেখেছিস। একদম নদীর ধারে, চারিদিকে যতদূর চোখ যায় কেবলই ফাঁকা মাঠ, দিগন্ত বিস্তৃত। আর সেই মাঠের মাঝে মাঝে দু-একখানা পুরোনো তেঁতুল গাছ আর জবা গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে, যেন নীরব সাক্ষী। দিনের বেলাতেও কেমন যেন একটা চাপা বিষণ্ণতা লেগে থাকত ওই পরিবেশটায়, কেমন যেন একটা নির্জনতা গ্রাস করে রাখত সবকিছু। কিন্তু সেই বছর ছিল তার উল্টো। সেই বছর আমাদের বাড়িতে এক দূর সম্পর্কের পিসির মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। কলকাতা থেকে আত্মীয়-স্বজনরা সবাই আসবে, তাই সাজো সাজো রব। সারা বাড়ি আলোয় ঝলমল করছে, দিনের বেলা লোকজনের গিজগিজ, রাতে গান-বাজনা, হুল্লোড়, হাসি-ঠাট্টা আর গল্পের আসর। সব মিলিয়ে এক দারুণ উৎসবের আমেজ। গ্রামের সেই নির্জন বাড়িটাও যেন প্রাণ ফিরে পেয়েছিল, এক অন্যরকম চাঞ্চল্য ছিল বাতাসে।
তারিণী খুড়ো | অতৃপ্ত আত্মার কাহিনি | Horror Story
horror story
bhoot er golpo
please like, command, subscribe 🙏 🙏 🙏
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: