অতি সহজে বয়স্কদের কোরআন শিক্ষা ক্লাস ।। ( ১৩তম ক্লাস ছীন হরফের পরিচয় ) ।। গাজী শরীফ কুরআনের আলো ।
Автор: GS TV
Загружено: 2024-03-14
Просмотров: 430
Описание:
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
সমস্ত প্রশংসা আল্লাহ পাকের যিনি আমাদের পথের সন্ধান দিয়েছেন, মহাগ্রন্থ আল কুরআান দ্বারা। আমরা মানুষ জাতি আল্লহপাক আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা করেছেন, আমাদের বাক শক্তি দিয়েছেন, মেধা দিয়েছেন, বিবেক বৃদ্ধি দিয়েছেন। যাতে আমরা তাঁর কালাম (কথা) কুরআনুল কারীম শিক্ষা করে ইহকাল এবং পরকালীন জীবনে শাস্তি পেতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য সারা পৃথিবীতে মুসলমান আজ মাজলুম ও দুঃখ কষ্টের শিকার হয়েছে। তবে কেন এমন হল? আমি মনে করি, এর মূল কারণ কুরআন ও সুন্নাহ থেকে দূরে সরে থাকা এবং আমাদের দ্বারা সংগঠিত অশ্লীল কাজ কর্ম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত কুরআন ও সুন্নাহকে আকড়ে ধরে রাখবে। এর দ্বারা আমরা বুঝতে পারছি, পৃথিবীর সুখ শান্তি এবং পরকালের শাস্তি পেতে হলে আমাদের সকলকে দল, মত, পেশা বিভেদ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কুরআনুল কারীম শিখতে হবে ।
আল্লাহপাক বলেছেন আমি কুরআনুল কারীমের মধ্যে যা বর্ণনা করেছি মুমিনদের জন্য তাহল ঔষধ ও রহমত। আমি আমার ক্ষুদ্র মেধ্য দিয়ে গবেষণা করে দেখেছি, কুরআনুল কারীম আরবি ভাষায় নামাজের দোয়া- কালাম সবই আরবি ভাষায়। আর এই আরবি ভাষা আমাদের মাতৃভাষা না হওয়ার কারণে এদেশের মানুষ আরবি ভাষাকে কঠিন মনে করে। কুরআন ও নামাজ থেকে দূরে সরে থাকে। কিন্তু আল্লহ চ্যালেঞ্জ করে বলেছেন- কুরআনকে আমি মানুষের জন্য সহজ করে নাযিল করেছি।
আমি বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির মাধ্যমে ২০০৮ সাল থেকে আজ ২০০২৪ সাল পর্যন্ত সমগ্র বাংলাদেশে আমার প্রকাশিত কোরআন শিক্ষা বই ও ১১ টি তাজবিদের সাংস্কৃতিক চিহ্ন সম্বলিত করিয়ানা কোরআন মাজীদ দ্বারা অতি সহজে বয়স্ক কোরআন শিক্ষার কার্যক্রম চালিয়ে আসছি।
বর্তমান আধুনিক প্রযুক্তির প্রচলন আসার কারণে মানুষ এখন খাতা কলম এর ব্যবহার ছেড়ে দিয়েছে এবং মোবাইল কম্পিউটার অনলাইনের প্রতি অনেক আসক্ত হয়েছে । তাই আমি আমার প্রকাশিত বই কোরআনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আধুনিক প্রযুক্তির হাতের মোবাইল কম্পিউটার মনিটরে অনলাইনে ইউটিউব ফেসবুকের মাধ্যমে সকলের কাছে কোরআন ও নামাজ শিক্ষা পৌঁছে দিতে চাই।
আল্লাহ তাআলা সর্বপ্রথম কুরআন মাজিদের সূরা আলাকের মাধ্যমে কোরআন শিক্ষাকে ফরজ করে দিয়েছেন । আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর থেকে শুরু করে ৬৩ বছর পর্যন্ত কোরআন মাজীদ শিখেছেন এবং সাহাবায়ে কেরামগণও বৃদ্ধকালে কোরআন মাজীদ শিখেছেন । আল্লাহ তাআলা বলেন, ( তোমরা কুরআন মাজীদ শুদ্ধ করে তেলাওয়াত কর )আল্লাহ তাআলা আরও বলেছেন তুমি নিজে আগে বাঁচো তারপর তোমার আহাল পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে । এজন্য শুধু ছেলেমেয়েকে কোরআন শেখালেই নিজে বাঁচা যাবে না, নিজেকেও কোরআন মাজীদ শিখতে হবে । আমার এই ভিডিও দ্বারা সকলেই কোরআন মাজীদ শিখতে পারবেন ।
তবে এই ভিডিও গুলো তাদের জন্য বেশি প্রযোজ্য যারা বাংলা শিক্ষায় শিক্ষিত কিন্তু
আরবি কিছুই জানেন না। অথবা অনেক বার কুরআন খতম করেছেন, কিন্তু পড়া শুদ্ধ নয়। যারা নামাজ পড়েন নামাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানেন না এবং যারা নামাজে অশুদ্ধ ক্বিরাত তিলাওয়াত করেন। সকল হককানী ওলামায়ে কিরামের একই মত নামাযে অশুদ্ধ কিরাত তিলাওয়াত করলে নামাজ নষ্ট হয়ে যায়। তাই আমি আপনাদের জন্য ছন্দে ছন্দে বাংলার সাথে সমন্বয় করে সহজে কুরআন মাজীদ শিক্ষার ভিডিও তৈরি করে দিয়েছি, যাতে আপনারা সহজেই সহি শুদ্ধ করে সিফাত মাখরাজ তাজবিদ বুঝে বুঝে কোরআন মাজীদ তেলাওয়াত করতে পারেন। আল্লাহপাক আমাদের সকলকে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত ও নামাজ শিক্ষার সুযোগ দান করুন। আমীন
বিনীত নিবেদক
ক্বরী মাওঃ গাজী মোহাম্মদ শরিফুল ইসলাম (গাজি শরিফ)
প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি শ্রীপুর, মাগুর।
..................................................................................................................................................
আমাদের প্রকাশিত ১১ টি সাংকেতিক চিহ্ন সম্বলিত অতি সহজে কোরআন শিক্ষার করিয়ানা কোরআন মাজীদ ও কোরআন শিক্ষা বই পেতে যোগাযোগ করুন
01915 562642, 01723 828272, 01765 427777
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: