বিবর্তনবাদ নিয়ে নাস্তিকদের মিথ্যাচার (পর্ব-১) কোরআনের বিজ্ঞান ও প্রযুক্তি (জীববিজ্ঞান ডারউইন)
Автор: Alhikmata
Загружено: 2023-01-16
Просмотров: 1446
Описание:
উনবিংশ শতাব্দীর শুরুতে ১৮০৯ সালে জন্ম নেয়া চার্লস ডারউইন ছিলেন ব্রিটিশ ইংল্যান্ডের নাগরিক। ১৮৫৪ সাল থেকে ১৮৫৯ সাল পর্যন্ত, তিনি তার লিখা বই “দা অরিজিন অফ স্পেসিস” মানে “সৃষ্ট প্রজাতির উৎস” নামক একটি বই লিখেন। যেখানে তিনি মানুষকে নিয়ে নয়, মূলত বিভিন্ন সৃষ্টির বিভিন্ন প্রজাতি বা আলাদা ধরন সম্পর্কে কথা বলেছেন।
আশ্চর্য ব্যাপার হচ্ছে উনার বইটিতে কোথাও একবারের জন্যও উনি বলেননি যে বানর থেকে মানুষ এসেছে বা মানুষ বানরের একটি ভারিয়ান্ট বা ধরন। এতদিন যেটা জেনে এসেছি, তার পুরোটাই ভুলভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে!
তাহলে এই জঘন্য মিথ্যাটা রটালো কে?
ডারউইন শুধু মানুষ না সামগ্রিকভাবে জীব বা প্রানী বিদ্যার বিবর্তন নিয়ে কথা বলেছেন। নাস্তিকরা শুধু মানুষের বিবর্তন নিয়ে মিথ্যাচার করেছে, কারণ মানুষ কোথা থেকে প্রথম এসেছে তার কোনো ধারণাই নাস্তিকদের মূর্খতা, মানে সেকুলারদের মিথ্যাচারে ভরা বিজ্ঞান দিতে পারেনি। তাই, মৃত ডারউইনকে বেছে নিয়েছে মিথ্যাচার করে কিছু প্রতিষ্ঠা করতে।
তাই যারা ডারউইনকে নিয়ে মিথ্যাচার করে, সেই সমস্ত নাস্তিকেরা নোংরা ও জঘন্য মিথ্যা রটিয়েছে যে ‘বানর থেকে মানুষের সৃষ্টি’। তবে হ্যা, নাস্তিকদের বংশ কোথা থেকে এসেছে, সেটা আরেকদিন খোলাসা করবো, ইনশাআল্লাহ্।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: