ক্যান্সার রোগীদের জন্য নিজ বাসায় বিশেষ হোম কেয়ারগিভার সার্ভিস। sasthosebok.com
Автор: sasthosebok_স্বাস্থ্যসেবক
Загружено: 2024-06-02
Просмотров: 1894
Описание:
ক্যান্সার রোগীদের কেমোথেরাপি/রেডিওথেরাপির পর বিশেষ যত্নের প্রয়োজন
সেজন্য রয়েছে স্বাস্থ্যসেবক হোম কেয়ারগিভার সার্ভিস I
ক্যান্সার রোগী, স্ট্রোক রোগী, কোমা'য় ( সংজ্ঞাহীনতা) চলে যাওয়া রোগী, ডায়ালাইসিস ( কিডনী) রোগী, হাড়ভাঙ্গা রোগী, মানসিক ( সাইকোসিস) রোগী, গুরুতর অসুস্থ রোগী, বার্ধক্য জনিত রোগী , ২৪ ঘন্টা বিছানায় শুয়ে থাকা অসুস্থ রোগী ইত্যাদি যেকোনো ধরনের রোগীর সার্বক্ষণিক (২৪/৭) সেবা ও তত্ত্বাবধানের জন্য সিলেট শহরে বাসায় গিয়ে সম্পূর্ণ অভিজ্ঞ এবং প্রশিক্ষিত কেয়ারগিভার দ্বারা স্বাস্থ্যসেবক ডট কম এর হোম-কেয়ারগিভার নামক একটি বিশেষ পরিষেবা রয়েছে।
সম্পূর্ণ ব্যতিক্রমী এবং সেবার মানসিকতা নিয়ে গঠিত স্বাস্থ্যসেবক ডট কম গত এক বছরে সিলেট শহরে অসংখ্য রোগীদের সেবা দিয়েছে এবং যারা আমাদের আন্তরিক সেবা পেয়েছেন তাদের শতভাগ আমাদের সেবা নিয়ে অনেক সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাই আপনি দেশ-বিদেশ যেখানেই থাকুন না কেন আপনার পরিবারের অসুস্থ রোগীর সেবার দায়িত্ব আমাদের দিন এবং নিশ্চিন্ত থাকুন।
সেবাসমূহ-
রোগীর ডায়াপার পরিবর্তন করা
*রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান
*রোগীর নিয়মিত ব্লাড প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা করা।
*নিয়মিত ঔষধ খাওয়ানো
*রোগীকে টয়লেটে নিয়ে যাওয়া-আসা করা
*হাঁটাচলা করতে সহায়তা করা
*নিয়মিত গোসল করানো
*রোগীর ঘর পরিষ্কার ও বাতাসযুক্ত রাখা
*ডাক্তারের সাথে কথা বলতে সহযোগিতা করা
*রোগীর কাপড়-চোপড় পরিবর্তন করা
*রোগীকে মানসিকভাবে শক্ত করে গড়ে তুলতে
সহায়তা করা
*সর্বোপরি রোগীকে দ্রুত সুস্থ করে তুলতে সমস্ত কিছুই করা।
*জরুরী মুহূর্তে রোগীকে হাসপাতালে কিংবা ডাক্তার চেম্বারে নিয়ে আসা যাওয়া করা
বিস্তারিত জানতে কল/হোয়াটসঅ্যাপ করুন +8801959970664
অথবা ইমেইল করুন: [email protected]
৫৩৩, কাকলি শপিং সেন্টার, জিন্দাবাজার, সিলেট: ৩১০০
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: