মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র প্রদর্শন ঘিরে এবার উত্তাল দিল্লি বিশ্ববিদ্যালয় চত্বর! কিছু তথ্য একনজরে
Автор: HT Bangla
Загружено: 2023-01-27
Просмотров: 105
Описание:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে বিবিসির তথ্যচিত্র নিয়ে উত্তাল দিল্লি বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, বিবিসির 'ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চন' তথ্যচিত্রের লিঙ্ক সামাজমাধ্যম থেকে তুলে নিতে ইউটিউবকে নির্দেশ দেয় কেন্দ্র। এই তথ্যচিত্র সম্পর্কিত টুইট তুলে নেওয়ার নির্দেশ যায় টুইটারের কাছেও। এদিকে, দেশের নানান শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যেই এই তথ্যচিত্র ঘিরে সংঘাতের ছবি উঠে এসেছে। শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি অফ আর্টসে ১৪৪ ধারা জারি হয়। কড়া নিরাপত্তায় ঢেকে দেওয়া হয় গোটা চত্বর। DU এর প্রোক্টর জানান তাঁরা এই স্ক্রিনিংয়ের অনুমতি দেননি। এরপরই বিকেল নাগাদ আর্টস ফ্যাকাল্টি গেটের সামনে এসে তথ্যচিত্র দেখানোর উদ্যোগ নেন। এরপর ২০ জনকে আটক করা হয়। এদিকে, সদ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওই তথ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়াও কয়েকদিন আগে JNU তে এই তথ্যচিত্র প্রদর্শন ঘিরে পরিস্থিতি উত্তাল হয়। পড়ুয়াদের একাংশের দাবি ছিল, বিবিসির তথ্যচিত্র যাতে দেখা না যায় তার জন্য পাথর ছোড়া হয়। সেই পরিস্থিতিতে ক্যাম্পাসে আলো নিভে যাওয়ার ঘটনাও ঘটে। এছাড়াও হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে এই স্ক্রিনিং নিয়ে চলে হুলুস্থুলু দেখা যায়।
‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন।
ফেসবুকে আমাদের পেজে লাইক করুন : / hindustantimesbangla
টুইটারে আমাদের টুইট করুন : / ht_bangla
ইনস্টাগ্রামে ফলো করুন : https://www.instagram.com/htbangla/?h...
#modi #bbc
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: