ভাইফোঁটার ইতিহাস | ভাইফোঁটা কেন উদযাপিত হয় ? | Mythological Story of Bhaiya Dooj
Автор: Sotter Sarothi Official
Загружено: 2023-11-02
Просмотров: 241
Описание:
ভাইফোঁটার ইতিহাস | ভাইফোঁটা কেন উদযাপিত হয় ? | Mythological Story of Bhaiya Dooj
বাঙালির বারো মাসে তের পার্বণ (Festivals)। মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া (Bhatri Dwitiya) বা ভাইফোঁটা (Bhai Phota)। তবে অনেক বাড়িতে রয়েছে কিছু নিয়মভেদ। তাই এটি শুক্লপক্ষের প্রতিপদের দিনও ভ্য জায়গায় উদযাপিত হয় ভাইফোঁটা।
ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই দাদাদের কপালে চন্দন-কাজল দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে তাঁদের মঙ্গল কামনা করেন। এটি ভাই-বোনের অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র উৎসব। ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন।
ভ্রাতৃদ্বিতীয়া উৎসবকে আবার যমদ্বিতীয়াও বলে। কথিত আছে, এদিন মৃত্যুর দেবতা যম, তার বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন। অন্যদিকে প্রচলিত আছে আরও একটি লোককথা। শোনা যায়, নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর কৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে যখন এসেছিলেন, তখন সুভদ্রা তার কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খেতে দেন। এরপর থেকেই ভাইফোঁটা উৎসবের সূচনা হয়।
ভিডিওটি ভাল লাগলে Like করুন। ভাল না লাগলে Unlike করুন। আপনার মতামত জানাতে Comments করুন। এইরকম আরো তথ্যমুলক ভিডিও দেখার জন্য আমার YouTube Channel টি SUBSCRIBE করুন।
-------------------------------------------------------------------------------
THANKS FOR WATCHING
#সত্যের_সারথি_officia
#bhaidooj
#bhaidoojspacial
#hindumythology
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: