বাংলা মাছ চাষ | বেশ লাভমান হচ্ছে মাছ চাষিরা। 200% গ্যানান্টি। লাভ হবেই।
Автор: FA. KRISHE
Загружено: 2022-10-19
Просмотров: 115
Описание:
চাষ পদ্ধতি:-
বিঘা প্রতি সাধারণত ২০০ – ২৫০ কেজি মহুয়া খোল প্রয়োগ করা হয়। অথবা বিষটোপ দিয়ে অবাঞ্ছিত মাছ দূর করে তার পরদিন পুকুরের তলদেশের অবস্থা বুঝে শতাংশপ্রতি আধা কেজি থেকে এক কেজি চুন দিয়ে এর ছয়-সাতদিন পর শতাংশপ্রতি শূন্য দশমিক ৩ মিলি পিপিএম হারে সুমিথিয়ন প্রয়োগ করতে হবে। একদিন পর পুকুরে মাছের রেণু ছাড়তে হবে।
খাদ্য:-
এই মাছ পানির উপরের স্তরের খাদ্য খেয়ে থাকে। কাতলের প্রধান প্রাকৃতিক খাদ্য হলো জুপ্লাংটন ও ফাইটোপ্লাংটন। ছোট অবস্থায় জলাশয়ের উপরের স্তরের জুপ্লাংটন খেয়ে থাকে। এই মাছ চাষে ভালো উৎপাদন পেতে জলজ খাবারের সাথে সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হয়।
বাজার দাম:-
এই মাছের বাজার মূল্য খুবই ভালো। বাজারে বড় কাতলের ভালো চাহিদা রয়েছে। ৪ থেকে ৫ কেজি ওজনের কাতলা মাছের দাম ৪০০ থেকে ৫০০ টাকা প্রতি কেজি।
উৎপাদন:-
এই মাছ দ্রুত বর্ধণশীল, কম সময়ে বেশি উৎপাদন পাওয়া যায়। দুই বছরে কাতল মাছ ৪ থেকে ৫ কেজি হয়।
প্রজনন:-
সাধারণত দুই বছর বয়স হলে এই মাছ প্রজননক্ষম হয়। নদীতে স্রোত থাকলে মাছ কিনারে এসে ডিম ছাড়ে। মে হতে জুন মাসে স্ত্রী মাছকে ডিম ছাড়তে দেখা যায়। হ্যাচারীতে কৃত্রিম ছ্রোত ও হরমোন প্রয়োগ করে প্রজনন করানো হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: