বুড়িগঙ্গা রেল ব্রিজের ভায়াডাক রেল পথের কাজ শেষের পথে। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প
Автор: Shaziv & Shoilee
Загружено: 2022-05-31
Просмотров: 3833
Описание:
বুড়িগঙ্গা রেল ব্রিজির ভায়াডাক রেল পেথের কাজ শেষের পথে। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প
বুড়িগঙ্গা রেল ব্রিজের কাজ প্রায় শেষ এবং বুড়িগঙ্গা রেল ব্রিজের ভায়াডাক রেল পথের কাজও প্রায় শেষের পথে আর মাএ একটি ভায়াডাক পিলার এর কাজ বাকি রয়েছে সেটির কাজ শেষ হলে মূল সেতুর সাথে যুক্ত হবে ভায়াডাক রেলপথ। ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে ঢাকা থেকে যশোর ১৭২ কিলোমিটার রেলপথ পুরো রেলপথে থাকবে ২০টি রেলওয়ে স্টেশন তিনটি ধাপে এই রেলপথ তৈরি করা হচ্ছে ঢাকা থেকে মাওয়া ৩৬ কিলোমিটার এই পথে থাকবে চারটি রেলওয়ে স্টেশন দ্বিতিয় ধাপে মাওয়া থেকে ভাঙ্গা ৪২ কিলোমিটার এই পথে থাকবে পাঁচটি রেলওয়ে স্টেশন তৃতীয় ধাপে ভাঙ্গা থেকে যশোর ৮৬ কিলোমিটার এই পথে থাকবে দশটি রেলওয়ে স্টেশন। ২০ কিলোমিটার হবে ভায়াডাক রেলপথ যার সর্বচ্চ উচ্চতা হবে ১১ মিটার। আশাকরছি খুব তাড়াতাড়ি বুড়িগঙ্গ রেল ব্রিজের ভায়াডাক রেল পথের কাজ শেষ হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: