Cerebral Palsy/ Brain Paralysis/বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদের ফিজিওথেরাপি-Dr. M Shahadat Hossain (PT)
Автор: ASPC Manipulation Therapy
Загружено: 2019-05-15
Просмотров: 28525
Описание:
Cerebral palsy (CP) মানে হচ্ছে ব্রেন প্যারালাইসিস।
কেন হয়:
বাচ্চা যদি মাতৃগর্ভে পজিশন খারাপ থাকে তাহলে Cerebral palsy হতে পারে। বাচ্চা প্রবের সময় যদি ট্রমা হয়, যেটাকে আমরা বার্থ ইন্জুরী বলি তাহলে Cerebral palsy হতে পারে। এরকম গ্রামগঞ্জে বেশি হয় কারন আমাদের গ্রাম এলাকায় এখনো ধাত্রী দ্বারা প্রসব করানো হয়। অনেক সময় দেখা যায় তারা অনভিজ্ঞতার জন্য বাচ্চা ভুল ভাবে টেনে বের করে। এতে বাচ্চার মাথায় আঘাত পেতে পারে। আবার দেখা যায় গ্রাম এলাকায় প্রসব বেদনা উঠলে অনেকসময় অপেক্ষা করে ব্যথা সহ্য করে। নিকটস্থ হাসপাতাল থাকা সত্তেও সেখানে যায় না। এতে বাচ্চার ব্রেন সেল ড্যামেজ হতে পারে। একবার ব্রেন সেল ড্যামেজ হয়ে গেলে পরে সেগুলোকে জাগানো সহজ হয় না। তারপর আর একটা ব্যপার আছে যে, অনেক সময় দেখা যায় জন্মের সময় বাচ্চা কান্না করে না। কারন জন্মের সময় প্রথামিক ভাবে একটা বড় পরিমানে বাতাস বচ্চার ফুসফুসে প্রবেশ করে এবং সেখান থেকে ব্রেনে অক্সিজেন যায়। যদি এটা না হয় তাহলে ব্রেনে অক্সিজেনের অভাবে ব্রেন টিস্যু নষ্ট হতে পারে।
কিভাবে বুঝবেন: আপনার বাচ্চা যখন হাঁটা দরকার সে হাটতেছে না, বসা দরকার বসতেছেনা, হামাগুড়ি দেওয়ার সময় দিচ্ছে না। তখন আপনার বুঝতে হবে কিছু সমস্যা হয়েছে। সঠিক সময়ে সঠিক উন্নতি হচ্ছেনা। এই ধরনের বাচ্চাদের কমন কিছু ব্যপার হলো মুখ দিয়ে লালা পড়ে, হাটার সময় পায়ের গোড়ালীতে ভর না দিয়ে পাতায় ভর দেয়। এদের ঠান্ডা বেশি লাগে, ঢোক গিলতে পারে না। অন্য স্বাভাবিক বাচ্চাদের থেকে শারীরিক বৃদ্ধি কম হয়।
কি করবেন?
এই সমস্যার বাচ্চাকে এক্সরসাইজ দেখিয়ে দিতে বলেন অনেকে কিন্তু এই সমস্যার জন্য ব্যয়াম দেখাতে হলে এ্যাসেসমেন্ট করতে হয়। আপনাদের একটা রিকুয়েস্ট করতে পারি, যদি আপনার বাচ্চা মেডিকেল স্টাবিলিটি থাকে রোগীকে একজন ফিজিওথেরাপিস্টের কাছে নিয়ে যেতে পারেন। তিনি রোগীদের এ্যাসেসমেন্ট করে দেখবেন জয়েন্টে শক্তি কতটুকু আছে, ব্যালান্স কতটুকু আছে, স্পিচে সমস্যা আছে কি না, লালা পড়ে কি না, ঘাড়ের কতটুকু স্ট্যাবিলিটি আছে, রোগী হাঁটা কেমন, বসা কেমন, দাড়ানো কেমন। এটাকে বলে ফিজিক্যাল এক্সামিনেশন। এটা করার পরে তিনি আপনার বাচ্চাকে ব্যয়াম বা এক্সারসাইজ করে আস্তে আস্তে সুস্থ্যতার দিকে নিয়ে যাবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: