যশোরে দিনে রাতের অন্ধকার,ধান কাটা নিয়ে শঙ্কায় কৃষক
Автор: shornolata news
Загружено: 2023-04-27
Просмотров: 1214
Описание:
যশোরে বিকেলেই ঢাকা পড়েছে অন্ধকারে। নিষক অন্ধকারে ঢেকে গেছে শহর। ঘরের জানালা খুলে বাইরে তাকালে বোঝার কোনো উপায় নেই, রাত না দিন। চলছে সামান্য ঝড়ো হাওয়ার সাথে মেঘের গর্জন। সড়কে যানবাহন ও পথচারীদের চলাচল কমে আসায় বিরাজ করছে ভূতরে পরিবেশ। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে তাপমাত্রা নেমে আসে ২৯ ডিগ্রী সেলসিয়াসে। দুপুরে মহেশপুরসহ আশপাশের এলাকায় শিলাবৃষ্টিপাত শুরুর খবর পাওয়া গেছে। তবে যশোরে মেঘের গর্জন-তর্জন ভীতি ছড়ালেও বৃষ্টির দেখা মেলেনি।
তবে বজ্রপাতের ভয়ে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।
যশোর বিমান বাহিনীর নিয়ন্ত্রাধীন আবহাওয়া অফিস জানায়, যশোরে রেকর্ড করার মতো বৃষ্টি হয়নি। সম্ভাবনাও কম। তবে আগামী ৩ ঘন্টা মতো আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে।
সরেজমিন দেখা গেছে, রাস্তায় দু'একটি অটোরিকশা লাইট জ্বালিয়ে চলাচল করছে। এছাড়া চোখে পড়ার মতো তেমন মানুষ বা যানবাহনের দেখা যাচ্ছে না।
যশোর শহরের বাসিন্দা মুক্তি নন্দী জানান-মেঘের গর্জন ভীতির সৃষ্টি করেছে। শীতল বাতাস বইছে। দু’এক ফোট বৃষ্টি পড়েছে।
এদিনে ক্ষেতের ধান নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষক। বাড়তি টাকা দিয়েও ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না।
যশোর সদরের ফতেপুর ইউনিয়নের চানপাড়ার বাসিন্দা হামিদুল ইসলাম, সাবিরা বেগম ও রাকিবুল জানান-ধানের বাম্পার ফলন হয়েছে কিন্তু ঘরে তুলতে পারবো কি-না জানি না। কারণ বাড়তি টাকা দিয়েও মিলছে না ধান কাটা শ্রমিক।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: