শবে বরাতের রাতে ১টি আমল করুন । যত কঠিন কিছু চান আল্লাহ তাই দিবেন ইনশাআল্লাহ । শবে বরাতের রাতের আমল
Автор: Dini Amol
Загружено: 2022-03-18
Просмотров: 9622
Описание:
শবে বরাতের রাতে ১টি আমল করুন । যত কঠিন কিছু চান আল্লাহ তাই দিবেন ইনশাআল্লাহ । শবে বরাতের রাতের আমল #Dini_Amol
আরবি বছরের অষ্টম মাস শাবান। এ মাসের ১৪ তারিখ দিবাগত রাত হলো লাইলাতুম মিন নিসফা শাবান। এটি লাইলাতুল বরাত নামে ব্যাপক পরিচিত।
শবে বরাতের গুরুত্বপূর্ণ এ রজনীতে হাদিসের নির্দেশনা অনুযায়ী যে সকল আমল করা যায়, তা তুলে ধরা হলো-
১। দীর্ঘ নফল নামাজ পড়া, যাতে সিজদাও দীর্ঘ হবে।
২। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দরূদ পাঠ করা।
৩। রাতের কিছু সময় ঘুমানো। রাত জেগে ইবাদাত করার ফলে যেন ফজরের নামাজ তরক না হয় সেদিকেও লক্ষ্য রাখা।
৪। শেষ রাতে সেহরি খাওয়া।
৫। পর দিন রোজা রাখা।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে (শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে) সৃষ্টির দিকে (রহমতের) দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতিত আর সবাইকে ক্ষমা করে দেন। (ইবনে হিব্বান)
আল্লাহ তাআলা মুসলিম আমাদের সকলকে ইবাদত-বন্দেগিতে হাদিসের দিকনির্দেশনা মোতাবেক ইবাদত-বন্দেগি করার তাওফিক দান করুন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: