মাওয়গো আজকে চারডে ভাত খাইয়ে যাও কইতর ভাজি দিয়ে।প্রকৃত শিল্পী মোঃগিয়াস উদ্দীন বয়াতির কন্ঠে।
Автор: rofiqul islam sir
Загружено: 2019-09-09
Просмотров: 8051
Описание: মাওয়গো আজকে চারডে ভাত খাইয়ে যাও কইতর ভাজি দিয়ে।প্রকৃত শিল্পী মোঃগিয়াস উদ্দীন বয়াতি ।মিডিয়ায় ঝড় তুলা এই বয়াতি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ৫নং নোয়ারপাডা ইউনিয়নের হাড়গিলা গ্রামে জন্ম গ্রহন করেন।তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন।কিন্ত কখনো ভিক্খা করেন নি।তিনি মানুষ তার নিজে তৈরী করা গান সুর করে নিজের দুতরা বাজিয়ে জীবন নির্বাহ করতেন।ভাল চিকিৎসার অভাবে তার দুটি পা কেটে ফেলতে হয়েছিল।তিনি চলাচল করার জন্য নিজেই পুরাতন তিন টি বেয়ারিং দিয়ে ছোট্ট গাড়ি তৈরী করে তার ছোট ছোট সন্তানদের দিয়ে বইয়ে মানুষকে গান শুনাতেন এবং মাঝে মাঝে বাদাম বেচতেন,দুইটি পা হারিয়েও।তার জীবনদসায় কেউ সেভাবে এগিয়ে আসেনি অনেক কষ্ট করে তার ছোট ছোট সন্তানদের মুুখে দু মুঠো খাবার তুলে দেওয়ার জন্য জীবনে কষ্ট করে অবশেষে বিনা চিকিৎসায় মৃত্যুর কুলে চলে গেছেন,তার জন্য সকলেই দোয়া করবেন,যেন পরপরে একটু শান্তিতে ঘুমোয়,আমিন।তার সমন্ধে কিছু জানতে কমেন্টস করুন।আমি উওর দিতে চেষ্টা করব।# maoigo# song# Rural# song
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: