সদ্যজাত যমজ শিশু মৃ*ত্যুর ঘটনায় উত্তাল বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল
Автор: News Bengal 365
Загружено: 2025-10-26
Просмотров: 7
Описание:
সদ্যজাত যমজ শিশু মৃ*ত্যুর ঘটনায় উত্তাল বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল
নিউজ বেঙ্গল 365, বড়জোড়া: বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যমজ সদ্যজাত মৃ*ত্যুর ঘটনায় চাঞ্চল্য। পরিবার সূত্রে জানা গেছে, গত পরশু প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন পালপুকুরের বাসিন্দা শান্তনু নায়কের স্ত্রী বর্ষা নায়ক। বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে বাইরে থেকে একটি রিপোর্ট করার কথা বলেন। প্রথমে সেই রিপোর্ট ভুল আসে বলে পরিবারের অভিযোগ। পরে পুনরায় রিপোর্ট করা হলে সেই রিপোর্ট সঠিক হয় বলে পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন। বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসক সেই রিপোর্ট দেখে প্রসূতি রোগীকে ছুটি দিয়ে দেন। গতকাল রাত্রে পুনরায় প্রসব যন্ত্রণা হওয়ায় আবার ভর্তি করানো হয়। আজ সকাল আটটার সময় ওই মহিলা দুটি মৃ*ত কন্যা যমজ সন্তানের জন্ম দেন। এরপরেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাদের বিক্ষোভে সামিল হয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁরা সঠিক তদন্তের দাবী করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন।
বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতা গোবিন্দ ঘোষ পুরোপুরি দায় স্থানীয় বিধায়কের ওপর চাপিয়েছেন।
অন্যদিকে বড়জোড়া বিধানসভার বিধায়ক অলক মুখার্জি বলেন, ঘটনাটি দুর্ভাগ্য জনক, পুলিশ আইন তার নিজের মতই চলবে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করেই সঠিক কারণটা জানার চেষ্টা করবে।
#newsbengal365 #newsbengal365official #NewsUpdate #news #bankuranews #Bankuradistrict #Bankura #Barjora #followers #highlights
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: