নোয়াখালী জেলার নামকরণের ইতিহাস | | History of Noakhali District |
Автор: The Bogura
Загружено: 2024-10-06
Просмотров: 2279
Описание:
নোয়াখালী জেলার নামকরণের ইতিহাস | | History of Noakhali District |
#thebogura #noyakhali #district #NoakhaliDistrict
নোয়াখালী জেলার নামকরণের ইতিহাস।
বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ১৬০ কিলোমিটার দূরে এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১৩৫ কিলোমিটারে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনিক অঞ্চল নোয়াখালী জেলা। জেলাটির রয়েছে নামকরণের এক বর্ণাঢ্য ইতিহাস। তো আসুন জেনে নেই কবে? কখন? কী ভাবে? এবং কে বা কারা নোয়াখালী নামকরণ করেন।
১৮২১ সালে প্রাশাসনিক ভাবে স্থাপিত জেলাটির পূর্বের নাম ছিল ভলুয়া। ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলা নিয়ে একটি বৃহত্তর অঞ্চল ছিল, যা এখন বৃহত্তর নোয়াখালী জেলা নামে সমাধিক পরিচিত। এ সময় ভুলুয়া নামে স্বতন্ত্র জেলা প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলকে ত্রিপুরা জেলা হতে আলাদা করার পর ১৮৬৮ সালের দিকে ভুলুয়াকে নোয়াখালী নামকরণ করা হয়।
নোখালি নামটির সাথে জযিয়ে আছে নোয়া এবং খালী। এবার জেনে নেই এই নামের তাৎপর্য।ঘটনার শুরু পনেরশ শতকের শেষের দিকে । তৎকালে ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়ার উত্তর পূর্বাঞ্চল ব্যাপক আকারে ভয়াবহ রকমের প্লাবিত হয়। এতে মানুষ, দোকানপাট, অফিস আদালত, ফসলি জমি, ঘরবাড়ি এমনকি গৃহপালিত পশু পাখির পর্যন্ত ব্যাপক ক্ষতি সাধিত হলে এই দূরাবস্তা থেকে পরিত্রানের জন্য ১৬৬০ সালে সোনাইমুড়ী ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে একটি বিশাল খাল খনন করা হয়।
যা পানি প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ, সোনাইমুড়ী ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে থাকে। এই বিশাল খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ‘নোয়া’ (নতুন) ‘খাল’ বলা হত। এর পরিপেক্ষিতে কালের বিবর্তনে ‘ভুলুয়া’ নামটি পরিবর্তিত হয়ে ১৬৬৮ সালে নোয়াখালী নামে পরিচিত লাভ করে। পরে ১৭২১ খ্রিষ্টাব্দে ইংরেজ সরকার ভুলুয়ার নাম পরিবর্তন করে নোয়াখালী নামকরণ করেন। প্রধান নদী মেঘনা,ডাকাতিয়া ও ছোট ফেনী নদী সহ বজরা শাহী মসজিদ‚ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অবস্থিত মোঘল স্থাপনা নিয়ে নোয়াখালী জেলাটি সত্যিই অসাধারণ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: