রাউজান বন্ধুসভা || চট্টগ্রাম || একটি করে ভালো কাজ....
Автор: Sheikh Bibi koucher
Загружено: 2024-10-28
Просмотров: 636
Описание:
রাউজানে বন্ধুসভা ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডশনের যাত্রা শুরু, সারাবছর জুড়ে চলবে ২০০ সদস্যের রক্তদান, চিকিৎসা সহায়তা কাজ
প্রথম আলোর ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি করে ভালো কাজের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সারা বছর জুড়ে মুমূর্ষ রোগীদের জন্য রক্ত আদান প্রদানের লক্ষ্যে ২০০ রক্তদাতা বন্ধু নিয়ে চট্টগ্রামের রাউজান বন্ধুসভা ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যাত্রা শুরু করা হয়েছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার পৃথক পৃথক তিনটি আনুষ্ঠানিক কর্মসূচীর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরআগে অক্টোবর মাস জুড়ে এই ব্লাড ব্যাংক গঠন করে রক্তদাতা সংগ্রহ, রক্তদান এবং রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত সংগ্রহ ও চিকিৎসা সহায়তায় থ্যালাসেমিয়া ফাউন্ডশন গঠন করা হয়েছে।
অক্টোবর জুড়ে অন্তত ৫০ জন রক্তদাতা বন্ধুসভা ব্লাড ব্যাংক থেকে রক্তদান করেছে। যাঁরা সবাই বন্ধুসভা রাউজানের বন্ধু।
আজ শুক্রবার সকালে উপজেলার জে কে মোমিরিয়াল হাসপাতালে একজন প্রসুতি রোগী ও দুজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্তদানের মাধ্যমে বন্ধুসবা ব্লাড ব্যাংকের রক্তদান কর্মসুচী উদ্বোধন করেন রাউজান বন্ধুসভার সভাপতি প্রফেসর শেখ বিবি কাউছার।
এছাড়া গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের রক্তের গ্রুপ জানেনা এরকম ২০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও বিদ্যালয়টির সম্মেলন কক্ষে থ্যালাসেমিয়া রোগ সচেতনাতায় সেমিনার করে বন্ধুসভা ব্লাড ব্যাংকের প্রাথমিক কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন।
রাউজান বন্ধুসভার সাধারণ সম্পাদক পিয়া বড়ুয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মেঘনা ব্যাংক নোয়াপাড়া পথেরহাট শাখার ব্যবস্থাপক ও রাউজান বন্ধুসভার উপদেষ্টা মুহাম্মদ বেলাল।
প্রধান আলোচক ছিলেন, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাউজান বন্ধুসভার উপদেষ্টা মুহাম্মদ জানে আলম।
অতিথির বক্তব্য দেন চিকিৎসক ডা. দিদারুল আলম, নোয়াপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক মুহাম্মদ আশরাফ উদ্দিন, হেলথ কিউর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত দত্ত, শিক্ষক খবির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মী বকুল বড়ুয়া।
আরও বক্তব্য দেন রাউজান বন্ধুসভার সহ সাংগঠনিক সম্পাদক সুপ্রিয়া শীল, সহ অর্থ সম্পাদক ইমন দাশ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক পাভেল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল সবুজ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাবরিনা মাহবুব চৌধুরী, ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তসলিমা আকতার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শান্তা বড়ুয়া, নির্বাহী সদস্য মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ আরিফ, শাবনাজ আকতার, রিপা আকতার, ফারহানা মজুমদার, মুহাম্মদ ইকবাল হোসেন, মুহাম্মদ হাসান প্রমুখ।
বন্ধুসভা সূত্রে জানাগেছে, বন্ধুসভা ব্লাড ব্যাংকে এ পর্যন্ত ২০০ রক্তদাতা সদস্য হয়েছে। যারাঁ বন্ধুসভার সদস্য এবং বাইরের আছে। তাঁরা নিয়মিত বন্ধুসভা ব্লাড ব্যাংকের হয়ে মুমূর্ষ রোগীদের জন্য রক্ত দিবেন। এই ব্লাড ব্যাংক নিয়মিত মুমূর্ষ রোগীদের বিনামূল্যে রক্ত সরবরাহসহ, থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা সহায়তা, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নিয়মিত চিকিৎসা ক্যাম্প আয়োজন করবে। পাশাপাশি রোগীদের ঔষধ বিতরণ করবে। এ কার্যক্রম চলবে বছর জুড়ে। এসকল কার্যক্রম পরিচালিত হবে প্রথম আলো বন্ধুসভা রাউজানের সার্বিক তত্বাবধানে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: