নোয়াখালীর বেগমঞ্জেপুলিশ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর রাশেদ হত্যার সাথে জড়িত৫সন্ত্রাসীকে ৬টি অস্ত্রসহ আটক
Автор: Noakhali Protichobi Tv
Загружено: 2021-08-26
Просмотров: 64
Описание:
নোয়াখালীর বেগমঞ্জের আলাইয়ারপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর রাশেদ হত্যার সাথে জড়িত ৫সন্ত্রাসীকে ৬টি অস্ত্রসহ আটক করেছে। আটককৃতরা হলো, রাসেদ, আব্দুস সালাম , সাকিল, সুজন ও শাকিল।
এ উপলক্ষ্যে আয়োজিতপ্রেস ব্রিফিং এ পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, একটি মামলার তদন্তে অভিযান চালিয়ে রাসেদ, সালাম ও সাকিলকে চট্টগ্রাম থেকে আটক করা হয় এবং তাদের দেয়া তথ্যমতে অপর দুই আসামিকে আটক করে তাদের বসতঘর থেকে, দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, দুইটি দেশীয় তৈরি এলজি, চর রাউন্ড কার্তুজসহ দুইটি দেশীয় তৈরি পাইপগান এবং একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার উদ্ধার করা হয়।
আটককৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
#Noakhali_news
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: