🌟 এক তরুণ, এক যুদ্ধ, আর এক ঝুলে থাকা হাত — বদর যুদ্ধে মুআজ্জ (রাঃ)-এর বীরত্ব,, Hazrat mahasratnum,
Автор: Mamun islami tv
Загружено: 2025-06-13
Просмотров: 31
Описание:
এক তরুণ, এক যুদ্ধ, আর এক ঝুলে থাকা হাত — বদর যুদ্ধে মুআজ্জ (রাঃ)-এর বীরত্ব
সাহাবি: হজরত মুআজ্জ ইবনে আফরা (রাযিয়াল্লাহু আনহু) যুদ্ধ: বদর স্থান ও সময়: হিজরি ২য় সনের ১৭ রমজান, বদরের প্রান্তর
🌄 যুদ্ধের আগে…
বদরের ময়দানে তখন উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চারদিকে সাহাবিদের মুখে উত্তরের আলো, চোখে ঈমানের দীপ্তি। তখন রাসূলুল্লাহ ﷺ নিজের হাতে সেনাবাহিনী সাজাচ্ছেন। হঠাৎ দেখা গেল, দুটি তরুণ ছেলে এসে দাঁড়ালেন। বয়স সবে ষোল-সতেরো, চোখে আগুনের মতো সাহস।
তারা বলল,
“ইয়া রাসূলাল্লাহ! আমাদেরও অনুমতি দিন আল্লাহর পথে লড়ার। আমাদের তরবারি ছোট, কিন্তু ঈমান বড়।”
তাদের একজন ছিলেন মুআজ্জ ইবনে আফরা (রাঃ)। সাহসিকতার এমন দৃশ্য দেখে রাসূল ﷺ মুচকি হেসে সম্মতি দিলেন। তাঁরা রওনা হলেন কুরাইশ বাহিনীর বিরুদ্ধে, যেখানে ছিল বিশাল সৈন্যদল, অস্ত্র, অভিজাত ঘোড়া — কিন্তু তাদের কাছে ছিল কেবল বিশ্বাস আর আল্লাহর ওপর ভরসা।
⚔️ আসল মুহূর্ত
মুহূর্তটি এল। ধুলায় ভরা যুদ্ধভূমিতে দাঁড়িয়ে মুআজ্জ (রাঃ) তাঁর ভাই মুআওয়াজ (রাঃ)-এর কানে ফিসফিস করে বললেন:
“আজ আমি রাসূলের সবচেয়ে বড় শত্রু আবু জাহলকে শেষ না করা পর্যন্ত পেছনে ফিরব না!”
তারা দুই ভাই একসাথে ঝাঁপিয়ে পড়লেন কুরাইশ সেনানায়ক আবু জাহলের ওপর। তরবারির এমন আঘাত করলেন মুআজ্জ (রাঃ) যে আবু জাহলের পা কেটে গেল। কিন্তু বিপরীতে তাঁর নিজের হাতটি শত্রুর আঘাতে কেটে গিয়ে শরীর থেকে ঝুলে থাকল শুধু চামড়ায়!
তবুও তিনি থামলেন না। কষ্টে, রক্তে ভেসে যেতে যেতে সেই ঝুলে থাকা হাতটি নিজে দাঁত দিয়ে কেটে ফেললেন, যেন তা যুদ্ধের পথে বাঁধা না হয়!
এই দৃষ্টান্ত এমন সাহসিকতার যার কোনো তুলনা নেই ইতিহাসে।
পরে হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) এসে আবু জাহলকে সম্পূর্ণভাবে হত্যা করেন। এই ছিল ইসলামের প্রথম বড় বিজয়ের সূচনা।
#alightmotion #mamunu #alightmoti
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: